Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ক্ষমতা ধরে রাখতে সরকার নিত্যনতুন ইস্যু তৈরি করছেঃ নুর

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ০১:২৪
ডাকসুর সাবেক এ ভিপি

সরকার ক্ষমতা ধরে রাখতে নিত্যনতুন ইস্যু তৈরি করে এবং দুর্গাপূজায় কুমিল্লার ঘটনার দায় সরকারের বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

তিনি বলেছেন, কুমিল্লার ঘটনা পুলিশ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতো, তবে চাঁদপুরে মিছিলে কোনো সহিংসতা ছড়াতো না।

মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও চলমান সংঘাত-সহিংসতায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের মানববন্ধন ও মৌন মিছিলে তিনি এসব কথা বলেন।

ডাকসুর সাবেক এ ভিপি আরও বলেন ,দেশের সব নাগরিকেরই মিছিল-মিটিং করার অধিকার রয়েছে। পুলিশ কেন সেই মিছিলে গুলি চালিয়ে পরিস্থিতি উস্কে দিল। চাঁদপুরের প্রশাসনকে এ দায়িত্ব নিতে হবে। কুমিল্লায় ঘটনার চার ঘণ্টার মধ্যেও পুলিশ কেন আসলো না, এর জবাব প্রশাসনকে দিতে হবে।

নুরুল হক নুর বলেন, দেশের মানুষ এতদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত। এখন গণতন্ত্র ফেরানোর আন্দোলনের বীজ যখন রোপন হলো, ঠিক তখনই তারা (সরকার) সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে বিশ্ববাসীসহ বাংলাদেশের মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে দিচ্ছে। কোনো হিন্দু-মুসলমান হামলা করেনি, হামলা করেছে রাজনৈতিক দুর্বৃত্তরা।

গণতন্ত্র ফেরানোর আন্দোলন গড়ার আহ্বান জানিয়ে ভিপি নুর বলেন, আমাদের মূল ইস্যু থেকে সরলে চলবে না। এ মুহূর্তে বাংলাদেশের সংকট থেকে উত্তরণের পথ একটাই, তা হচ্ছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ফেরানো। এজন্য বর্তমান সরকারকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516