Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ২৫ অগ্রহায়ণ ১৪২৮, ০৯ ডিসেম্বর, ২০২১

Facebook Facebook Facebook Facebook

টেক্সাসে বিমান বিধ্বস্ত, ভাগ্যক্রমে বেঁচে গেলেন সব যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ০৩:০৯
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে উড্ডয়নের সাথে সাথেই একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। তবে প্লেনটি দ্বিখণ্ডিত হওয়ার পর আগুন ধরে গেলেও অক্ষত রয়েছেন সব আরোহী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (১৯ অক্টোবর) হিউস্টন এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার মুখে পড়ে প্লেনটি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ম্যাকডোনেল ডগলাস এমডি-৮৭ প্লেনটি বোস্টনের উদ্দেশে রওয়ানা দিয়েছিল। এসময় তাতে যাত্রী-ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন।

সেখানকার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রানওয়ের শেষপ্রান্তে গিয়েও প্লেনটি পর্যাপ্ত উচ্চতায় না পৌঁছাতে পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আরোহীদের দুয়েকজন সামান্য আহত হয়েছেন। তবে কারও আঘাত গুরুতর নয়।

দুর্ঘটনার পর সাথে সাথে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে আগুন নেভাতে দমকলকর্মীদের প্রাণান্ত প্রচেষ্টা লক্ষ্য করা যায়।

জানা যায়, বেসবল ম্যাচ দেখতে মঙ্গলবার রাতে ভক্তদের নিয়ে বোস্টন যাচ্ছিল প্লেনটি। কিন্তু যাত্রাপথেই দুর্ঘটনার মুখে পড়ে সেটি। তবে কপাল ভালো, এতে কারও প্রাণহানি হয়নি।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516