Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ছেড়েছেন সরকারি চাকরি, মেলেনি নৌকার মনোনয়ন

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০:৫৩
 নৌকার মনোনয়ন

আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে সরকারি চাকরি ছেড়ে দিয়ে চেয়েছিলেন আওয়ামী লীগের প্রতীক নৌকার মনোনয়ন। কিন্তু নৌকার মনোনয়ন ভাগ্যে না জুটলেও বিচলিত নন তিনি। সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নে ঘটনাটি ঘটেছে।

নির্বাচনে উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চেয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিয়েছিলেন সহকারী শিক্ষক আবু হানিফ। কিন্তু সেই শিক্ষকের ভাগ্যে জোটেনি নৌকার মনোনয়ন।জানা যায়, উপজেলার পশ্চিম সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ উল্লাপাড়া উপজেলার ২ নম্বর বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

শিক্ষক আবু হানিফ চলতি বছরের ৪ অক্টোবর আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ও নির্বাচন করার লক্ষ্যে সরকারী চাকরি থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে সংগ্রহ করেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তির আবেদনপত্র।শুক্রবার (২২ অক্টোবর) সকালে আওয়ামী লীগের জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। তবে সেই ঘোষণায় আসেনি তার নাম। সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান সোহেল রানা।

সহকারী শিক্ষকের চাকরি ছেড়ে দেওয়া আবু হানিফ বলেন, আমি এতে এতটুকুও বিচলিত নই। স্বতন্ত্র প্রাথী হিসেবে নির্বাচন করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516