Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

আজ হানিফ সংকেতের জন্মদিন

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ০১:০২
আজ হানিফ সংকেতের জন্মদিন

বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত। ১৯৫৮ সালের ২৩ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। দুই যুগের বেশি সময় ধরে তিনি দর্শকদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ র মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। এই উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজকের জন্মদিন আজ।

প্রয়াত ফজলে লোহানীর ‘যদি কিছু মনে না করেন’ ম্যাগাজিন অনুষ্ঠানে তিনি প্রথম খ্যাতি লাভ করেন। পরবর্তীতে নিজের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ র মাধ্যমে খ্যাতির শীর্ষে উঠেন। তবে তিনি কেবল হাস্যরসকে তুলে ধরেন না। বিভিন্ন সামাজিক অসঙ্গতি, অফিস-আদালতের দুর্নীতির বিপরীতে এবং মানবিকতার পক্ষে তার কার্যক্রম চলে। এ ধরনের ইতিবাচক ভূমিকার কারণে ‘ইত্যাদি’ এখনো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান। এছাড়া ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’ ও নাটক নির্মাণ করেন হানিফ সংকেত।

নাটক পরিচালনাতেও হানিফ সংকেত দেখিয়েছেন নির্মাণের মুন্সিয়ানা। তার পরিচালিত জনপ্রিয় নাটকের মধ্যে ‘আয় ফিরে তোর প্রাণের বারান্দায়’ দুর্ঘটনা’ তোষামোদে খোশ আমোদে, ‘কিংকর্তব্য’ ‘কুসুম কুসুম ভালোবাসা’ ‘শেষে এসে অবশেষে’ উল্লেখযোগ্য ।

সামাজিক কার্যক্রমের জন্য ২১ ফেব্রুয়ারি ২০১০ সালে একুশে পদক পুরস্কার পান হানিফ সংকেত। পরিবেশ শিক্ষা ও প্রচারের জন্য ২০১৪ সালের জাতীয় পরিবেশ পদক দেয়া হয় তাকে। এ ছাড়া তিনি দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।  

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516