Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

শিশুদের জন্য ফাইজারের টিকা ৯০ শতাংশ কার্যকর

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ০৩:২০
ফাইজারের টিকা

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশু, যাদের করোনা উপসর্গ রয়েছে তাদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর বলে দাবি করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় শুক্রবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত তথ্য-উপাত্ত প্রকাশ করেছে তারা। দ্রুত এর অনুমোদন চাওয়া হবে বলেও জানানো হয়েছে।

শিশুদের টিকা সংক্রান্ত নতুন এ তথ্য–উপাত্ত প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে, বিষয়টি নিয়ে এফডিএর বৈঠক হবে স্থানীয় সময় মঙ্গলবার।

৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার দুইশ ৫০ জন শিশুর অংশগ্রহণে এই ট্রায়াল চালানো হয়। ট্রায়ালে দ্বিতীয় ডোজ নেওয়ার অন্তত এক সপ্তাহ পর তাদের শরীরে ৯০ দশমিক ৭ শতাংশ করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া যায়। ফলে বলা হচ্ছে, কোভিডের উপসর্গ দমনে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম এই টিকা।

প্রাপ্তবয়স্কদের শরীরে সাধারণত ৩০ মাইক্রোগ্রাম টিকা প্রয়োগ করা হয়। তবে শিশুদের শরীরে মাত্র ১০ মাইক্রোগ্রাম টিকা প্রয়োগ করা হয়েছে।

মহামারি শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সী ১৫৮ জন শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। ফাইজার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের মৃত্যুহার কম। তবে চলতি বছর ৫ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মৃত্যুর প্রধান ১০টি কারণের মধ্যে ছিল করোনাভাইরাসও।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও আট হাজার ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লাখ ৮৬ হাজার ১১৩ জন। সুস্থ হয়েছেন চার লাখ ১৮ হাজার ৫৫৬ জন। শনিবার (২৩ অক্টোবর) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৮৩ জন এবং মারা গেছেন এক হাজার ৫৫২ জন। দেশটিতে এ পর্যন্ত চার কোটি ৬২ লাখ ৬২ হাজার ৩৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৫৫ হাজার ৬৪৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬০ লাখ ২৮১ জন।

 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516