Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেরপুর প্রতিনিধি: মমিনুল বাসার বাবু
প্রকাশিত: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ০৭:০৬
মুক্তিযোদ্ধা আলাউদ্দিন

শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টার সময় মরহুমের বাড়ির আঙ্গিনায় রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনের পরে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা নিবেদন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের মরদেহ দাফনের আগে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

জানাজা নামাজের আগে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়ার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিনের কৃতকর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বজলুল রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ. কে. এম. মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।

উপজেলা প্রশাসন, উপজেলা, পৌরসভার ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন উপজেলার চরঅস্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের বেপারী বাড়ীর মৃত ইমান আলীর ছেলে। তিনি শুক্রবার রাত ৯টার সময় নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে মারা যান। তিনি ৪ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516