Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে একই পরিবারের তিন প্রার্থী

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ১০:২০
ফাইল ছবি

আগামী ২৮ নভেম্বর পাবনার বেড়া পৌরসভা নির্বাচনের ভোট। আর এ নিয়ে পাবনার বেড়া পৌরসভার নির্বাচনী মাঠ সরগরম। নৌকা প্রার্থী আসিফ শামস চালাচ্ছেন জোর প্রচার। বর্তমান মেয়র আবদুল বাতেন স্বতন্ত্র হয়ে লড়ছেন এই পৌরসভায়। বিরামহীন গণসংযোগে ব্যস্ত তিনিও। বসে নেই স্বতন্ত্র আরেক মেয়র প্রার্থী সাদিয়া আলমও।

একই পরিবারের তিন প্রার্থী। নৌকার প্রার্থী সংসদ সদস্যের ছেলে। স্বতন্ত্র দুই প্রার্থীর একজন এমপির ছোট ভাই, অপরজন ভাতিজি। এমন পরিস্থিতি উত্তাপ ছড়াচ্ছে পাবনার বেড়া পৌরসভার নির্বাচনে। তিন আত্মীয়ের ভোটযুদ্ধের সুযোগ নিতে মাঠ চষে বেড়াচ্ছেন অন্য দুই মেয়র প্রার্থী।

একই পৌরসভায় এই তিন প্রার্থী নিয়ে আলোচনার শেষ নেই। কারণ তিন জন একই পরিবারের। নৌকার প্রার্থী স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ছেলে, স্বতন্ত্র প্রার্থী বাতেন, টুকুর ছোট ভাই, আর সাদিয়া টুকুর ভাতিজি, অর্থাৎ বড় ভাইয়ের মেয়ে। শুধু মাঠের লড়াইয়ে নয় চরম বাকযুদ্ধও চলছে এই তিন আত্মীয়ের মধ্যে।

একই পরিবারের তিন জনের লড়াইয়ের সুযোগ নিতে চান ভোটের মাঠে থাকা মেয়রপ্রার্থী অন্য দুজন। স্থানীয় সংসদ সদস্য তার ছেলের পক্ষে অবস্থান নিয়ে প্রভাব বিস্তার করছেন, স্বতন্ত্র মেয়র প্রার্থীদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পাবনা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানালেন, আইন প্রয়োগ করে সবার সমান সুযোগ নিশ্চিত করবেন তারা।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516