Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

গোপালগঞ্জে অটোচালক হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১, ০৩:৫৮
ফাইল ছবি,গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত

গোপালগঞ্জে অটোচালক জাহিদুল ইসলাম বাবু হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।  

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ার নতুন চন গ্রামের বাবুল ফকিরের ছেলে খালিদ ফকির, আনিচ ফকিরের ছেলে মো. বিপুল ফকির, শুকুর মোল্লার ছেলে রাজ্জাক মোল্লা, জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মো. খলিল শেখের ছেলে মো. হাসান শেখ ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার চাচাই গ্রামের মো. খোকন মোল্লার ছেলে মো. ফসিয়ার মোল্লা। তবে তারা সবাই পলাতক রয়েছেন।

আদালতের এপিপি মো. শহিদুজ্জামান খান জানান, ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর ফোন করে বাবুকে জেলা শহরের কাঁচাবাজার সংলগ্ন মেইন রোডে আসতে বলেন খালিদ। পরে সদর উপজেলার গোলাবাড়ীয়ার বাড়ি থেকে বের হন বাবু। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

একই বছরের ২ অক্টোবর ঢাকা-খুলনা মহাসড়কের ভুলবাড়ীয়া ব্রিজের সড়কের পাশ থেকে বাবুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন খালিদ ও রাজ্জাককে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন বাবুর বাবা মো. নজরুল মোল্লা।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516