Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বিশ্বে ২৪ ঘণ্টায় সাড়ে চার হাজার মৃত্যু, শনাক্ত পৌনে পাঁচ লাখ

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ ডিসেম্বর, ২০২১, ০২:২৫
ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন চার লাখ ৭৩ হাজার ৬৪২ জন। আর সুস্থ হয়েছেন তিন লাখ ৪২ হাজার ৫২৩ জন।

এর আগের দিন (৬ ডিসেম্বর) চার হাজার আটজনের মৃত্যু ও চার লাখ ২২ হাজার ৪২১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৭৭ হাজার ৩৪৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়েছে ২৬ কোটি ৬৬ লাখ ৭৮ হাজার ৪৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছে ২৪ কোটি ২ লাখ ১৮ হাজার ৫০৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516