Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

মাদক উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলা, আহত ১৫

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বুধবার, ০৮ ডিসেম্বর, ২০২১, ০১:২৬
ছবি: সংগৃহীত

মাদক উদ্ধার করতে গিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রোষানলে পড়েছেন পুলিশ সদস্যরা। এ সময় হামলা ও দুপক্ষে সংঘর্ষে আট পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত এক পুলিশ কর্মকর্তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে এসআই রেজাউল করিম বুধবার সকালে ৯ জনের নাম উল্লেখ করে ৬৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন— নন্দীগ্রাম থানার এসআই রেজাউল করিম-১, এসআই রেজাউল করিম-২, এসআই এটিএম রফিকুল ইসলাম, এসআই আমিনুল ইসলাম, এএসআই আল-আমিন, এএসআই আবুল কালাম, কনস্টেবল আশরাফ ও কনস্টেবল সজল।

বুধবার সকালে পুলিশের পক্ষে মাদক ও সরকারি কাজে বাধা এবং হামলার ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়ায় আদিবাসীপল্লীতে বিপুল পরিমাণ চোলাই মদ মজুদ ও কেনাবেচা চলছিল। গোপনে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে চোলাই মদ উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আট পুলিশ সদস্য আহত হন। এর পরও ১৮ লিটার চোলাই মদক উদ্ধার করা হয়েছে।

নন্দীগ্রাম দাসগ্রামের ওই পল্লীর জাম্বু মাহাতো জানান, আগামী শনিবার তার দুই মেয়ে পাতা মাহাতো ও লতা মাহাতোর বিয়ে। বিয়েতে তাদের সামাজিক রীতি অনুসারে বরপক্ষের জন্য বাড়িতে চোলাই মদ তৈরি করে রাখা হয়।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দাসগ্রাম পল্লীতে চোলাই মদ উদ্ধারে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। এতে তাদের আট সদস্য আহত হন। তাদের হেফাজত থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা হলেও বুধবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516