Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ইভ্যালির কার্যালয়ে চুরি, গ্রেপ্তার ভবনমালিক

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর, ২০২১, ১২:২৯
ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডি প্রধান কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির আসবাব, অফিশিয়াল নথি ও বেশ কিছু পণ্য চুরির ঘটনায় দায়ের করা মামলায় একজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই ভবনের মালিক সালাহউদ্দিন।

গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডি ১১ /এ নম্বর রোডে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।

তিনি বলেন, ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের গ্রেপ্তারের পর তাদের ধানমন্ডি কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। পরে এ বিষয়ে একটি মামলা হয় ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ের ভবনমালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে। ওই মামলায় তাকে আজ গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, গত ১২ অক্টোবর হাইকোর্ট ইভ্যালির বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে সাবেক একজন বিচারপতির নেতৃত্বে একটি বোর্ড গঠন করেন।

তিনি জানান, ওই বোর্ডের সদস্য অতিরিক্ত সচিব মাহবুব কবির বাদী হয়ে ইভ্যালির মালামাল ও আসবাব চুরি করার অভিযোগে বাড়ির মালিক সালাহউদ্দিনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলায় তাকেই একমাত্র আসামি করা হয়।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516