Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

আপেলের কার্টনে ৭ কোটি টাকার সিগারেট!

চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৪২
আপেল

আপেল আমদানি হয় হিমায়িত কন্টেইনারে, যেখানে তাপমাত্রা থাকে ৫ ডিগ্রির নিচে। কিন্তু সেই হিমায়িত কন্টেইনারে বিশেষভাবে লুকিয়ে আনা হয়েছে বিদেশি সিগারেট। যার তাপমাত্রা সাধারণত ১৫-১৮ ডিগ্রির মধ্যে থাকে। অথচ সেই হিমায়িত কন্টেইনারের ভেতর কার্টনের নিচে আনা হয়েছে আপেল। অবিশ্বাস্য হলে সত্যিই ঘটনা ঘটেছে চট্টগ্রাম বন্দরে।

কাস্টমস কর্মকর্তাদের বিশ্বাস হচ্ছিল না কিন্তু কার্টন খুলে প্রমাণ পেয়ে তারাও হতবাক। কন্টেইনারে কার্টন ছিল ১১২০টি, যেগুলোতে ঘোষণা অনুযায়ী সব আপেল থাকার কথা ছিল কিন্তু ৩৬৬ কার্টনে আপেল পাওয়া গেছে। আর বাকি ৭৫৪ কার্টনে ওপরে ছিল আপেল আর নিচে সাজানো ছিল তিনটি বিদেশি ব্রান্ডের সিগারেট। 

চট্টগ্রাম কাস্টমসের উপ কমিশনার সালাউদ্দিন রিজভি কালের বলেন, কার্টনের নিচে জিপি শিট দিয়ে একটি স্তর সাজানো হয়েছে যেখানে ছিল পলিথিনে মোড়ানো সব সিগারেট। বিষয়টি দেখে সত্যিই আমরাও অবাক ছিলাম শীতাতপ নিয়ন্ত্রিত একটি কার্টনে কিভাবে সিগারেট আনা যায়। আমাদের ধারনারও বাইরে ছিল কিন্তু এক দুই কার্টন খোলার পর নিশ্চিত হই। ফলে একে একে আমাদের এক হাজার ১২০ কার্টনই খুলে চেক করতে হয়েছে। যা ভোর পর্যন্ত লেগেছে। অবশ্যই এটি সংঘবদ্ধ চক্রের কাজ। কারণ জিপি শিট দিয়ে বিশেষভাবে লুকানোই তার প্রমাণ।

জানা গেছে, চট্টগ্রামের রেলওয়ে মেন্স স্টোর বা ফলমন্ডির আমদানিকারক মারহাবা ফ্রেশ ফ্রুটস আরব আমিরাত থেকে এক কন্টেইনার আপেল আমদানির ঘোষণা দেয়। এজন্য চট্টগ্রাম খাতুনগঞ্জের ডাচ-বাংলা ব্যাংক শাখা থেকে ৬ ডিসেম্বর ঋণপত্র খোলে আমদানিকারক। চালানটি আসার পর আমদানিকারকের নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট মাদারবাড়ির জিমি এন্টারপ্রাইজ গত ২২ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টমসে আপেল ঘোষণায় শুল্কায়ন করে।

কাস্টমস বলছে, এসব সিগারেটের মূল্য এক কোটি ৩৭ লাখ টাকা। আর সিগারেটের বিপরিতে শুল্ক আসে পাঁচ কোটি ৩০ লাখ টাকার। অর্থ্যাৎ ৬ কোটি ৬৭ লাখ টাকার সিগারেট পাওয়া যায় কার্টনে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516