Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

আইপিএলের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য পাচ্ছেন সাকিব-মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১১:৪০
ফাইল ছবি,

এবারের আইপিএল হবে ১০ দলে। এর মধ্যে ২০১৮ সালের পর এবারই আইপিএলের জন্য মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখান থেকে ১০টি ফ্রাঞ্চাইজি তাদের স্কোয়াড গঠন করে নেবে। আগামী ১২ এবং ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের এই মেগা নিলাম।

সেই নিলামের লক্ষ্যে এরই মধ্যে ১২১৪ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ভারতীয় রুপি। সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্রিকেটারদের মধ্যে ১৭ জন ভারতীয় এবং ৩২জন বিদেশী ক্রিকেটারকে রাখা হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য দেড় কোটি, তৃতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ১ কোটি রুপি।

এবার সাকিবের সঙ্গে সমান ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে উঠে এলেন মোস্তাফিজ। মূলত ২০২১ সালে বল হাতে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ। শুধু আইপিএলেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও। যে কারণে মোস্তাফিজ ঠাঁই পেয়েছিলেন আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও।

সর্বশেষ বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এভং ম্যান অব দ্য ফাইনাল ছিলেন মিচেল মার্শ। এই দু’জনকেই রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যে।

মোট ১২১৪ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এবারের আইপিএলের মেগা নিলামের তালিকায়। এর মধ্যে ২৭০জন খেলছেন বর্তমানে বিভিন্ন দেশের জাতীয় দলের হয়ে। আর এখনও আন্তর্জাতিক ক্রিকেটেই অভিষেক হয়নি, এমন ৩১২ জন ক্রিকেটারকে রাখা হয়েছে তালিকায়। এছাড়া আইসিসির সহযোগী দেশগুলো থেকেও রাখা হয়েছে মোট ৪১জন ক্রিকেটারকে।

২০১৮ সালের পর এবার যেহেতু মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে মনে হচ্ছে টাকা ছড়াছড়ির রেকর্ড হতে পারে। নিলামের আগে প্রতিটি দলকেই কিছু খেলোয়াড় রেখে দেয়া কিংবা অটো বাছাই করার সুযোগ দেয়া হয়েছিল। ১০টি ফ্রাঞ্চাইজি এরই মধ্যে সর্বমোট ৩৩৮ কোটি রুপি ব্যায় করে ফেলেছে সব মিলিয়ে ৩৩জন খেলোয়াড় দলভূক্ত করার জন্য।

নিলামে প্রতিটি ফ্রাঞ্চাইজি তো টাকার বস্তা নিয়েই প্রবেশ করবে। তবে ক্রিকইনফো জানাচ্ছে- পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস অন্য যে কারো চেয়ে বেশি টাকা নিয়ে প্রবেশ করবে নিলামে।

সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোপি রুপি পাচ্ছেন যারা

বিদেশি

মুজিব জাদরান, অ্যাস্টন অ্যাগার, নাথান কাউল্টার-নেইল, প্যাট কামিন্স, জস হ্যাজলউড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, ম্যাথ্যু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিন্স, ডেভিড উইলি, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাঙ, ফ্যাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়েন অ্যালেন, ডোয়াইন ব্র্যাভো, এভিন লুইস, ওডেন স্মিথ।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516