Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

আ’লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস, যুবকের ১০ বছর কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ০৯:১৮
আ’লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাস

রাজশাহীর পবা থানার হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে ফেসবুকে ‘কাল্পনিক গল্প’ পোস্ট করার অভিযোগে আব্দুল মুকিত ওরফে রাজু (২৬) নামের এক যুবককে অর্থদণ্ডসহ ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে ওই যুবককে ১০ লাখ টাকার অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিষয়টি আমাদেরকণ্ঠকে নিশ্চিত করেছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ইসমত আরা। তিনি বলেন, ২০১৭ সালের ২৭ মে আব্দুল মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি ‘কাল্পনিক গল্প’ পোস্ট করেন। এ ঘটনায় ক্ষমতাসীন দল আ’লীগের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হওয়ার অভিযোগ এনে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মুকিতের বিরুদ্ধে রাজশাহীর পবা থানায় মামলা হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে। পরে মুকিতকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

পিপি ইসমত আরা আরও জানান, মামলার বিচার চলাকালে আদালতে মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর সোমবার এ মামলার রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি টানা তৃতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516