Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

‘প্রস্তাবিত ৯ম পে-স্কেল’ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চাই

মোঃ আমিমুল ইহসান আজাদী:
প্রকাশিত: সোমবার, ০৭ মার্চ, ২০২২, ১১:৩১
করোনাভাইরাস

সরকারি চাকুরেদের বেতন কাঠামোয় বৈষম্য নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। এর আগে সরকার বেতন বৈষম্য নিরসনে ২০১৯ সালের ১ এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটি গত দুই বছরে দৃশ্যমান তেমন কোনো কাজ করেনি। ফলে বৈষম্যও দূর করা সম্ভব হয়নি। দুই বছরের করোনা মহামারিতে চাকরি হারিয়েছে বহু মানুষ। দেশে আয় বৈষম্য তৈরি হয়েছে। যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জীবন-জীবিকা চরম সংকটের মুখে দাঁড় করিয়েছে। 

করোনা মহামারির কারণে সৃষ্ট সংকটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে বেশির ভাগ মানুষের। বেড়েছে পরিবহনসহ অন্যান্য খরচ। আবারও নতুন করে পানি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও অস্বাভাবিক হারে বাড়তে পারে; যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করেছে। এরই মধ্যে সরকারি চাকুরেদের বেতন বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে।  প্রস্তাবিত ৯ম পে-স্কেল নির্ভুলভাবে প্রণয়ণ করা হয়েছে যা মন্ত্রিপরিষদে যাচাই বাচাইয়ের জন্য উত্থাপিত হতে পারে। পে কমিশন গঠনের প্রয়োজন হবে না, এতে সরকারের অর্থ সাশ্রয় হবে। আজ ০৭ মার্চ বাঙালী জাতির ঐতিহাসিক দিন, তাই ০৭/০৩/২০২২ খ্রিঃ হতে নবম পে স্কেল কার্যকরের দাবি জানাচ্ছি। একজন সরকারি কর্মচারি হিসেবে আমি আমার প্রস্তাবিত পে স্কেল নিম্নে তুলে ধরছি।

(গ্রেড ১-১০) মুল বেতন ৫০% বৃদ্ধি করা হয়েছে এবং বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% হারে প্রণয়ণ করা হয়েছে।
(গ্রেড ১১-২০) মুল বেতন ৬০% বৃদ্ধি করা হয়েছে এবং বাৎসরিক ইনক্রিমেন্ট ৬% হারে প্রণয়ণ করা হয়েছে।

এটি বাস্তবায়ন হলে বিশেষ করে (গ্রেড ১১-২০) গ্রেডের কর্মচারীর আন্দোলনের সুযোগ থাকবে না। 

বাড়ি ভাড়া ভাতার মাসিক হার

(ক) গ্রেড ১-১০ মুল বেতনের ৫০% হারে প্রাপ্য হবে মেট্রোপলিটন এলাকা, অন্য এলাকার জন্য ৪৫% হরে প্রাপ্য হবেন।
(খ) গ্রেড ১১-২০ মুল বেতনের ৬০% হারে প্রাপ্য হবে মেট্রোপলিটন এলাকা, অন্য এলাকার জন্য ৫৫% হরে প্রাপ্য হবেন।

ভাতাদি

* চিকিৎসা ভাতা ৩,০০০/=(সকল)
* শিক্ষা সহায়ক ভাতা ১,০০০/= সর্বোচ্চ ২,০০০/= (দুই সন্তান)
* যাতায়াত ভাতা ৬০০/= (গ্রেড ১১- ২০)
* টিফিন ভাতা ২,০০০/=  (গ্রেড ১১-২০)
* ধোলাই ভাতা ৫০০/= (প্রযোজ্য ক্ষেত্রে)

মুল কাঠামো

১।  গ্রেড-১,  ৭৮,০০০/= হতে      ১,১৭,০০০/=
২।  গ্রেড-২,   ৬৬,০০০/= হতে      ৯৯,০০০/=
৩।  গ্রেড-৩,   ৫৬,৫০০/= হতে      ৮৪,৭৫০/=
৪।  গ্রেড-৪,    ৫০,০০০/=  হতে      ৭৫,০০০/= 
৫।  গ্রেড-৫,    ৪৩,০০০/=  হতে      ৬৪,৫০০/= 
৬।  গ্রেড-৬,    ৩৫,৫০০/=  হতে       ৫৩,২৫০/=
৭।  গ্রেড-৭,     ২৯,০০০/=  হতে       ৪৩,৫০০/=
৮।  গ্রেড-৮,      ২৩,০০০/=  হতে    ৩৪,৫০০/=
৯।  গ্রেড-৯,     ২২,০০০/=  হতে      ৩৩,০০০/=
১০।  গ্রেড-১০,    ১৬,০০০/=  হতে    ২৪,০০০/=
১১।  গ্রেড-১১,    ১২,৫০০/=  হতে     ২০,০০০/=
১২।  গ্রেড-১২,    ১১,৩০০/= হতে     ১৮,০৮০/=
১৩।  গ্রেড-১৩,   ১১,০০০/=  হতে     ১৭,৬০০/=
১৪।  গ্রেড-১৪,    ১০,২০০/=  হতে     ১৬,৩২০/=
১৫।  গ্রেড-১৫,     ৯,৭০০/=  হতে     ১৫,৫২০/=
১৬।  গ্রেড-১৬,     ৯,৩০০/=  হতে    ১৪,৮৮০/=
১৭।  গ্রেড-১৭,      ৯,০০০/=   হতে   ১৪,৪০০/=
১৮।  গ্রেড-১৮,     ৮,৮০০/=  হতে    ১৪,০৮০/=
১৯।  গ্রেড-১৯,     ৮,৫০০/=   হতে    ১৩,৬০০/=
২০।  গ্রেড-২০,    ৮,২৫০/=   হতে    ১৩,২০০/=

প্রস্তাবিত ৯ম পে-স্কেলের গাঠনিক রূপ

১। গ্রেড-১    ১,১৭,০০০/= নির্ধারিত

২। গ্রেড-২    ৯৯,০০০/= ১,০৩,৯৫০/= ১,০৯,১৫০/= ১,১৪,৬১০/= ১,২০,৩৫০/=

৩। গ্রেড-৩    ৮৪,৭৫০/= ৮৮,৯৯০/= ৯৩,৪৪০/= ৯৮,১২০/= ১,০৩,০৩০/= ১,০৮,১৯০/= ১,১৩,৬০০/= ১,১৯,২৮০/=

৪। গ্রেড-৪    ৭৫,০০০/= ৭৮,৭৫০/= ৮২,৬৯০/=  ৮৬,৮৩০/=  ৯১,১৮০/=  ৯৫,৭৪০/=  ১,০০,৫৩০/= ১,০৫,৫৬০/=  ১,১০,৮৪০/=  ১,১৬,৩৯০/= 

৫। গ্রেড-৫    ৬৪,৫০০/= ৬৭,৭৩০/= ৭১,১২০/= ৭৪,৬৮০/= ৭৮,৪২০/=  ৮২,৩৫০/=  ৮৬,৪৭০/=  ৯০,৮০০/=  ৯৫,৩৪০/= ১,০০,১১০/= ১,০৫,১২০/= ১,১০,৩৮০/=

৬। গ্রেড-৬   ৫৩,২৫০/= ৫৫,৯২০/=, ৫৮,৭২০/=  ৬১,৬৬০/= ৬৪,৭৫০/= ৬৭,৯৯০/= ৭১,৩৯০/= ৭৪,৯৬০/= ৭৮,৭১০/=  ৮২,৬৫০/= ৮৬,৭৯০/= ৯১,১৩০/= ৯৫,৬৯০/= ১,০০,৪৮০/=

৭। গ্রেড-৭    ৪৩,৫০০/=,     ৪৫,৬৮০/=,    ৪৭,৯৭০/=,     ৫০,৩৭০/=,    ৫২,৮৯০/=,    ৫৫,৫৪০/=,    ৫৮,৩২০/=,   ৬১,২৪০/=,     ৬৪,৩১০/=,     ৬৭,৫৩০/=,     ৭০, ৯১০/=,    ৭৪,৪৬০/=,    ৭৮,১৯০/=,     ৮২,১০০/=,   ৮৬,২১০/=,    ৯০,৫৩০/=,    ৯৫,০৬০/=।

৮। গ্রেড-৮   ৩৪,৫০০/=,     ৩৬,২৩০/=,    ৩৮,০৫০/=,    ৩৯,৯৬০/=,    ৪১,৯৬০/=,     ৪৪,০৬০/=,    ৪৬,২৭০/=,  ৪৮,৫৯০/=,     ৫১,০২০/=,     ৫৩,৫৮০/=,    ৫৬,২৬০/=,    ৫৯,০৮০/=,    ৬২,০৪০/=,   ৬৫,১৫০/=,   ৬৮,৪১০/=,     ৭১,৮৪০/=,      ৭৫,৪৪০/=,     ৭৯,২২০/=,     ৮৩,১৯০/=।

৯। গ্রেড-৯    ৩৩,০০০/=,     ৩৪,৬৫০/=,      ৩৬,৩৯০/=,     ৩৮,২১০/=,      ৪০,১৩০/=,      ৪২,১৪০/=,    ৪৪,২৫০/=, ৪৬,৪৭০/=,      ৪৮,৮০০/=,      ৫১,২৪০/=,      ৫৩,৮১০/=,     ৫৬,৫১০/=,      ৫৯,৩৪০/=,    ৬২,৩১০/=,  ৬৫,৪৩০/=,    ৬৮,৭১০/=,      ৭২,১৫০/=,      ৭৫,৭৬০/=,      ৭৯,৫৫০/=।

১০। গ্রেড-১০   ৪,০০০/=,      ২৫,২০০/=,      ২৬,৪৬০/=,     ২৭,৭৯০/=,     ২৯,১৮০/=,     ৩০,৬৪০/=,     ৩২,১৮০/=,   ৩৩,৭৯০/=,    ৩৫,৪৮০/=,      ৩৭,২৬০/=,     ৩৯,১৩০/=,      ৪১,০৯০/=,     ৪৩,১৫০/=,     ৪৫,৩১০/=,     ৪৭,৫৮০/=,    ৪৯,৯৬০/=,       ৫২,৪৬০/=,     ৫৫,০৯০/=,     ৫৭,৮৫০/=।

১১। গ্রেড-১১    ২০,০০০/=,     ২১,২০০/=,     ২২,৪৮০/=,     ২৩,৮৩০/=,     ২৫,২৬০/=,    ২৬,৭৮০/=,    ২৮,৩৯০/=,  ৩০,১০০/=,     ৩১,৯১০/=,     ৩৩,৮৩০/=,     ৩৫,৮৬০/=,    ৩৮,০২০/=,     ৪০,৩১০/=,     ৪২,৭৩০/=, ৪৫,৩০০/=,     ৪৮,০২০/=,    ৫০,৯১০/=,      ৫৩,৯৭০/=,     ৫৭২১০/=।

১২। গ্রেড-১২   ১৮,০৮০/=,     ১৯,১৭০/=,     ২০,৩৩০/=,     ২১,৫৫০/=,     ২২,৮৫০/=,     ২৪,২৩০/=,      ২৫,৬৯০/=, ২৭,২৪০/=,     ২৮,৮৮০/=,    ৩০,৬২০/=,    ৩২,৪৬০/=,     ৩৪,৪১০/=,      ৩৬,৪৮০/=,     ৩৮,৬৭০/=,  ৪১,০০০/=,     ৪৩,৪৬০/=,      ৪৬,০৭০/=,    ৪৮,৮৪০/=,     ৫১,৭৮০/=।

১৩। গ্রেড-১৩  ১৭,৬০০/=,     ১৮,৬৬০/=,     ১৯,৭৮০/=,     ২০,৯৭০/=,      ২২,২৩০/=,     ২৩,৫৭০/=,      ২৪,৯৯০/=,  ২৬,৪৯০/=,     ২৮,০৮০/=,     ২৯,৭৭০/=,     ৩১,৫৬০/=,     ৩৩,৪৬০/=,     ৩৫,৪৭০/=,      ৩৭,৬০০/=, ৩৯,৮৬০/=,     ৪২,২৬০/=,     ৪৪,৮০০/=,     ৪৭,৪৯০/=,     ৫০,৩৪০/।

১৪। গ্রেড-১৪   ১৬,৩২০/=,     ১৭,৩০০/=,     ১৮,৩৪০/=,     ১৯,৪৫০/=,    ২০,৬২০/=,    ২১,৮৬০/=,    ২৩,১৮০/=,  ২৪,৫৮০/=,     ২৬,,০৬০/=,   ২৭,৬৩০/=,     ২৯,২৯০/=,   ৩১,০৫০/=,    ৩২,৯২০/=,    ৩৪,৯০০/=,  ৩৭,০০০/=,     ৩৯,২২০/=,      ৪১,৫৮০/=,     ৪৪,০৮০/=,    ৪৬,৭৩০/=।

১৫। গ্রেড-১৫  ১৫,৫২০/=,     ১৬,৪৬০/=,      ১৭,৪৫০/=,      ১৮,৫০০/=,     ১৯,৬১০/=,     ২০,৭৯০/=,     ২২,০৪০/=,      ২৩,৩৭০/=,  ২৪,৭৮০/=,     ২৬,২৭০/=,      ২৭,৮৫০/=,     ২৯,৫৩০/=,    ৩১,৩১০/=,     ৩৩,১৯০/=,     ৩৫,১৯০/=,      ৩৭,৩১০/=,  ৩৯,৫৫০/=,     ৪১,৯৩০/=,     ৪৪,৪৫০/।

১৬। গ্রেড-১৬ ১৪,৮৮০/=,     ১৫,৭৮০/=,    ১৬,৭৩০/=,     ১৭,৭৪০/=,       ১৮,৮১০/=,    ১৯,৯৪০/=,    ২১,১৪০/=,    ২২,৪১০/=,     ২৩,৭৬০/=,    ২৫,১৯০/=,    ২৬,৭১০/=,     ২৮,৩২০/=,     ৩০,০২০/=,   ৩১,৮৩০/=,    ৩৩,৭৪০/=,    ৩৫,৭৭০/=,    ৩৭,৯২০/=,    ৪০,২০০/=,      ৪২,৬২০/=।

১৭। গ্রেড- ১৭  ১৪,৪০০/=,  ১৫,২৭০/=,  ১৬,১৯০/=,  ১৭,১৭০/=,  ১৮,২১০/=,  ১৯,৩১০/=,  ২০,৪৭০/=, ২১,৭০০/=,  ২৩,০১০/=,  ২৪,৪০০/=,  ২৫,৮৭০/=,  ২৭,৪৩০/=,  ২৯,০৮০/=,  ৩০,৮৩০/=, ৩২,৬৮০/=,  ৩৪,৬৫০/=,  ৩৬,৭৩০/=,  ৩৮,৯৪০/=,  ৪১,২৮০/।

১৮। গ্রেড-১৮    ১৪,০৮০/=,   ১৪,৯৩০/=,  ১৫,৮৩০/=,  ১৬,৭৮০/=,  ১৭,৭৯০/=,  ১৮,৮৬০/=,  ২০,০০০/=,  ২১,২০০/=,  ২২,৪৮০/=,  ২৩,৮৩০/=,  ২৫,২৬০/=,  ২৬,৭৮০/=,  ২৮,৩৯০/=,  ৩০,১০০/=,  ৩১,৯১০/=,  ৩৩,৮৩০/=,  ৩৫,৮৬০/=,  ৩৮,০২০/=, ৪০,৩১০/=।

১৯। গ্রেড-১৯  ১৩,৬০০/=,     ১৪,৪২০/=,    ১৫,২৯০/=,    ১৬,২১০/=,    ১৭,১৯০/=,    ১৮,২৩০/=,    ১৯,৩৩০/=,    ২০,৪৯০/=,  ২১,৭২০/=,    ২৩,০৩০/=,    ২৪,৪২০/=,    ২৫,৮৯০/=,   ২৭,৪৫০/=,    ২৯,১০০/=,    ৩০,৮৫০/=,    ৩২,৭১০/=,  ৩৪,৬৮০/=,   ৩৬,৭৭০/=,   ৩৮,৯৮০/=,  

২০। গ্রেড-২০   ১৩,২০০/=,    ১৪,০০০/=,    ১৪,৮৪০/=,    ১৫,৭৪০/=,    ১৬,৬৯০/=,    ১৭,৭০০/=,    ১৮,৭৭০/=,     ১৯,৯০০/=,  ২১,১০০/=,   ২৩,৩৭০/=,    ২৪,৭২০/=,    ২৬,২১০/=,    ২৭,৭৯০/=,    ২৯,৪৬০/=,   ৩১,২৩০/=,    ৩৩,১১০/=,  ৩৫,১০০/=,   ৩৭,২১০/=,   ৩৯,৪৫০/=। 

লেখক: মোঃ আমিমুল ইহসান আজাদী, সহকারি শিক্ষক, লাটশালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা                                                                                                                                   
                                                        

 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516