Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

চাকরির প্রলোভনে কোটি আত্মসাৎ, গ্রেফতার দুই

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ১০:২৬
চাকরির প্রলোভনে কোটি আত্মসাৎ, গ্রেফতার দুই

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সেনাবাহিনীসহ বিভিন্ন দপ্তরে চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দিনগত রাত ১টার দিকে শহরের মুক্তিপাড়া ও ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ১৮ লাখ ১৫ হাজার টাকা। গ্রেফতার রাশেদুজ্জামান ওরফে শান্ত (৩৫) আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের মৃদুল হোসেনের ছেলে এবং বিল্লাল হোসেন (৩০) সদর উপজেলার পিরোজখালী গ্রামের নুর ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এনএসআই ও সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থার বড় কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির নামে প্রতারণা করে আসছিলেন রাশেদুজ্জামান ওরফে শান্ত। সম্প্রতি এনএসআইয়ে জুনিয়র ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলে তিনি প্রতারণার জাল ছড়ান। প্রতিজনকে চাকরি দেওয়ার আশ্বাসে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

সম্প্রতি আলমডাঙ্গার কাবিল নগরের আব্দুল লতিফের ছেলে আব্দুর সবুরকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন শান্ত। ওই অভিযোগের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর থানায় একটি মামলা দায়ের করেন আব্দুল লতিফ। মামলার সূত্র ধরে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। পরে শহরের মুক্তিপাড়া এলাকায় শান্তর চারতলা বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তিতে ঘরের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় নগদ ১৮ লাখ ১৫ হাজার টাকা। পরে ঝিনাইদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় তার সহযোগী কাঠমিস্ত্রি বিল্লাল হোসেনকে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516