Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

নতুন দায়িত্ব পেয়ে যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: শুক্রবার, ০৩ জুন, ২০২২, ০৫:৩৮
লিটন

লিটন কুমার দাসের বৃহস্পতি এখন তুঙ্গে। ঘরের মাঠে শ্রীলংকা সিরিজে দারুণ ব্যাটিং করেছেন। সেঞ্চুরি হাঁকিয়েছেন। তার পুরস্কারস্বরূপ ক্যারিয়ারসেরা র্যাংকিংয়ে (১২তম) উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ধারাবাহিক থাকলে হয়তো সেরা দশে চলে আসবেন। এরই মধ্যে নতুন দায়িত্ব পেয়েছেন লিটন। বাংলাদেশের টেস্ট দলের সহ-অধিনায়ক হয়েছেন তিনি। অধিনায়ক সাকিবের ডেপুটি হিসেবে দল সামলাবেন লিটন। 

তার এ দায়িত্বও কম গুরুত্বপূর্ণ নয়; লিটনের ওপর যে বাংলাদেশ ক্রিকেটের আস্থা আছে এবং পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে, সেটিরও প্রমাণ এ দায়িত্ব। ব্যাটে রান ও নতুন দায়িত্ব, সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত লিটন। তবে নিজের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণে রেখেই এ উইকেটকিপার-ব্যাটার জানালেন, যে কোনো পরিস্থিতিতেই দলকে জেতানো তার বরাবরের মতোই লক্ষ্য। শ্রীলংকা সিরিজে শেষে এ মুহূর্তে সস্ত্রীক লন্ডনে ছুটি কাটাচ্ছেন লিটন। নতুন দায়িত্ব পাওয়ার খবর পেয়েছেন সেখান থেকেই।

তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট্ট করে প্রতিক্রিয়া জানালেন তিনি— ‘নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। মিশন আগের মতোই, বাংলাদেশের হয়ে ম্যাচ জয়।’ এ বছর এখনো পর্যন্ত ৬ টেস্টে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে লিটনের রান ৫৫.৮০ গড়ে ৫৫৮।  লিটনের ধারেকাছেও নেই কেউ। বাংলাদেশের হয়ে ৪০০ রানও নেই আর কারও। গত বছরের শুরু থেকে এই পর্যন্ত ১৩ টেস্টে ৫২.৩৬ গড়ে তার রান ১ হাজার ১৫২। এ সময়টায় ৮৫০ রানও নেই বাংলাদেশের আর কারও।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516