Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

তামিমের সেঞ্চুরি, আবারও শূন্য মুমিনুলের

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ০৯:০৪
তামিমের সেঞ্চুরি

সবশেষ টেস্ট তামিম ইকবালের জন‍্য ছিল দুঃস্বপ্নের মতো। ক‍্যারিয়ারে প্রথম পেয়ারের তেতো স্বাদ শ্রীলঙ্কার বিপক্ষে সেই ম‍্যাচেই পেয়েছিলেন তিনি। সেই ধাক্কা সামাল দিয়ে দারুণ ব্যাটিং করলেন বাঁহাতি ওপেনার। তার সেঞ্চুরির দিনে আগের মতোই ব‍্যর্থতার বৃত্তে মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক। ওয়েস্ট ইন্ডিজ সফরে তামিমের অপরাজিত সেঞ্চুরির সৌজন‍্যে তিন দিনের প্রস্তুতি ম‍্যাচের প্রথম দিনে ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ। ২৪০ বলে ১৯ চার ও এক ছক্কায় ১৪০ রানে খেলছেন তামিম। ২ বল খেলে ৬ রানে তার সঙ্গী মোসাদ্দেক হোসেন।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট’স একাদশে নেই তেমন কোনো বড় নাম। তরুণ বোলারদের নিয়ে গড়া দলটির সামনে সুবিধা করতে পারেননি সফরকারীদের বেশিরভাগ ব‍্যাটসম‍্যানই। অ‍্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার টস জিতে ব‍্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্বিতীয় ওভারেই ফেরেন মাহমুদুল হাসান জয়। জেরেমায়া লু্ইসের অফ স্টাম্পের বেশ বাইরের বল তাড়ার চেষ্টায় শূন‍্য রানে বিদায় নেন তরুণ এই ওপেনার।

রানে ফেরার লড়াইয়ে থাকা শান্তকে নিয়ে প্রতিরোধ গড়েন তামিম। দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের দৃঢ়তায় শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। জুটিতে অগ্রণী ছিলেন তামিম, সঙ্গ দিয়ে যাচ্ছিলেন শান্ত। প্রেস্টন ম‍্যাকসুইনের বলে শান্ত ক‍্যাচ দিলে ভাঙে ১৪০ রানের জুটি। তার ৯৯ বলের ইনিংসটি গড়া ৯ চারে। জয়ের মতো স্রেফ ৬ বল টিকতে পারেন মুমিনুলও। টেস্ট নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর প্রথম খেলতে নেমে বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান ফেরেন শূন‍্য রানে। গত এক বছরে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান লিটন দাসও দাঁড়াতে পারেননি। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া এই কিপার-ব্যাটসম্যান এক চারে ১৯ বলে করেন ৪ রান।

১ উইকেটে ১৪২ রানের দৃঢ় অবস্থান থেকে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫২/৪। সেখান থেকে দলকে পথ দেখানোর চেষ্টা করেন তামিম ও ইয়াসির আলি চৌধুরি। ৩৯ বলে ১১ রান করে ইয়াসির চোটের জন‍্য মাঠ ছাড়লে ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। নুরুল হাসান সোহানের সঙ্গে তামিমের জুটিতে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৫ রান করে সোহানের বিদায়ের পর দ্রুত ফেরেন মেহেদী হাসান মিরাজ। ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সময় আঙুলে চোট পাওয়া অফ স্পিনিং অলরাউন্ডার ফেরার ইনিংসে করেন ২৭ বলে ৬। ক্রিজে যাওয়ার পরপরই ছক্কা মারেন মোসাদ্দেক। এরপরই দিনের খেলার সমাপ্তি টানেন আম্পায়াররা। ১৬২ বলে ১৪ চার ও এক ছক্কায় সেঞ্চুরি স্পর্শ করা তামিম খেলছেন নিজের মতো করে। অন‍্য প্রান্তে একের পর এক সঙ্গী পাল্টালেও উইকেটে পড়ে থেকে দলকে এগিয়ে নিচ্ছেন বাঁহাতি এই ওপেনার। 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516