Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

২ ছিনতাইকারীকে একাই ধরে ফেললেন জবি ছাত্রী!

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ০২:৩২
জবি ছাত্রী

কারওয়ান বাজারের জ্যামে আটকে আছে বাস । ধীরগতিতে যাওয়া সেই বাসে জানালার পাশে সিটে বসে ছিলেন এক তরুণী। হঠাৎ বাসের বাইরে থেকে জানালার ভেতরে ছোঁ মেরে তার মোবাইল ফোনটি নিয়ে যায় এক ছিনতাইকারী বা টানা পাটির সদস্য। এতে হতভম্ব হয়ে সঙ্গে সঙ্গে ওই তরুণী বাস থেকে নেমে পিছু নেয় ওই ছিনতাইকারীর। কিছুক্ষণ ধাওয়া করতে করতে ছিনতাইকারী পালিয়ে গেলে ওই তরুণীর চোখে পড়ে আরও একটি ছিনতাইয়ের দৃশ্য। অপর এক নারীর ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিল সেই ছিনতাইকারী। এ সময় দাঁড়িয়ে থাকা ওই তরুণী ধাওয়া করে তাকে ধরে ফেলেন। তরুণীর সাহস দেখে আসপাশের পথচারীরা এগিয়ে আসেন।

দ্বিতীয় ঘটনায় ধরা পড়া ছিনতাইকারীর কাছ থেকে প্রথম ঘটনার (মোবাইল ফোন ছিনতাই) ছিনতাইকারীর তথ্য ও অবস্থান কৌশলে বের করার চেষ্টা করেন ভুক্তভোগী তরুণী। অবশেষে তাকেও খুঁজে বের করতে সক্ষম হয় তিনি।

বুধবার (২০ জুলাই) রাজধানীর মিরপুর থেকে বাসে করে পুরান ঢাকায় যাওয়ার সময় পথে কারওয়ান বাজারে ঘটে এ ঘটনা। এ সময় কৌশলে ছিনতাকারীকে ধরতে ভুক্তভোগী তরুণীকে সহায়তা করেন জীবন আহমেদ নামে এক সাংবাদিক ।

পরে বিষয়টি তেজগাঁও থানায় জানালে পুলিশে একটি টিম ঘটনাস্থলে গিয়ে আটক দুই ছিনতাইকারীকে থানায় নিয়ে যায়। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী তরুণীর হারানো মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ। ভুক্তভোগী ওই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিওতে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, দুই দুইজন ছিনতাইকারীকে ধরিয়ে দেওয়ার পরেও পুলিশ যদি আমার মোবাইল ফোন উদ্ধার না করতে পারে, এর চেয়ে দুঃখজনক আর কিছু নেই। আমি একজনকে ধরে তার কাছ থেকে কথা নিয়ে আরেক ছিনতাকারীকে ধরে ফেললাম। আর আপনারা (পুলিশ) দুইজনকে পেয়েও ফোন উদ্ধার করতে পারছেন না?

এ সময় এক পুলিশ সদস্য বলেন, আমরা চেষ্টা করবো। এ কথা শুনে ওই তরুণী ফের ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে শুক্রবার (২২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপুর্ব হাসান বলেন, ঘটনায় ওই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সেটি উদ্ধার করা সম্ভব হবে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516