Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বরগুনায় ছাত্রলীগ কমিটিতে ছয় শিশু, সমালোচনার ঝড়

বরগুনা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ০২:২৭
ছাত্রলীগ

সদ্য ঘোষিত বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছে ছয় শিশু। যাদের কেউই পার হননি মাধ্যমিকের গন্ডি।  পূর্নাঙ্গ কমিটি ঘোষণার পরই শিশুদের পদে রাখা নিয়ে এলাকাজুড়ে সমালোচলার ঝড় সৃষ্টি হয় । এ নিয়ে ক্ষোভ আছে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মাঝে। তারা বলেন, এখানে ত্যাগী, পরিশ্রমী ও আওয়ামী লীগ পরিবারের ছেলেদের বাদ দিয়ে গঠনতন্ত্রের বাইরে এ কমিটি করা হয়েছে। যেখানে পরিবারতন্ত্র কায়েমে বাদ দেয়া হয়েছে যোগ্যদের। 

এছাড়াও অভিযোগ রয়েছে দলীয় গঠণতন্ত্র না মেনেই, কমিটিতে পদ দেয়া হয়েছে বিবাহিত ও অছাত্রদের। নতুন কমিটিতে পদ পাওয়া শিক্ষার্থীরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কমিটিতে নাম দিয়েছি। ছাত্রলীগ করতে আমাদের ভালো লাগে। বিষয়টি বড় ভাইদের বলার পর তারা কমিটিতে রেখেছে। 

তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সারেয়ার হোসেন স্বপন বলেন, তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা সব সময় আমাদের আন্দোলন সংগ্রামের সাথে ছিল তাদের নিয়েই এ কমিটি করা হয়েছে। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান্দের সাথে রেখে এ কমিটি মুল্যায়িত করেছি।  বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক বলেন, মেধাবী শিক্ষার্থীদের এ কমিটিতে রাখতে বলা হয়েছিল। যাদের বিষয় অভিযোগ উঠেছে তাদেরকে গুরুত্বপুর্ণ কোন পদে রাখা হয়নি। ভবিষ্যৎ নেতৃত্ব যাতে সুন্দর হয়ে এজন্য আমি বলেছি স্কুলের কিছু ছেলেদের রাখা উচিত। 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516