Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ফের হাজরে আসওয়াদে চুমু খেতে পারছেন হাজিরা

আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ আগষ্ট, ২০২২, ০৯:১০
হাজরে আসওয়াদে আবারও স্পর্শ

ইসলামের পবিত্রতম নিদর্শন হাজরে আসওয়াদে আবারও স্পর্শ ও চুমু খেতে পারছেন হাজিরা। সৌদি আরবের মক্কা নগরীর কাবা শরিফের দেয়ালে অবস্থিত এই নিদর্শন।

করোনাভাইরাসের মহামারি শুরুর পর কাবার চারদিকে বেড়া স্থাপন করে সৌদি কর্তৃপক্ষ। অবশেষে তা তুলে নেওয়ায় এখন থেকে হাজিরা কালো পাথর হাজরে আসওয়াদের কাছে যেতে পারবেন হাজিরা। সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ওই বেড়া স্থাপন করা হয়। এবার ওমরাহ মৌসুম শুরুর আগে তা সরিয়ে নেওয়া হয়েছে।

সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জীবনে একবার হজ পালন করা অবশ্য কর্তব্য। এই বছরের হজ অনুষ্ঠিত হয় গত ৭ থেকে ১২ জুলাই। আর ওমরাহ বছরের যেকোনও সময়ে পালন করতে পারেন মুসলিমরা। সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলিম প্রতিবছর এই প্রার্থনায় অংশ নিতে প্রতিবছর সৌদি আরব সফর করে থাকেন।

সৌদি আরব এই বছরের শুরুতে বেশিরভাগ করোনা বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়। সেকারণে গত মাসে অনুষ্ঠিত হজে প্রায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

২০২০ সালে মাত্র এক হাজার মুসলিম হজে অংশ নেওয়ার সুযোগ পায়। কেবল সৌদি আরবে অবস্থানরতরা সেবছর এই সুযোগ পায়।

২০২১ সালে হজে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে ৬০ হাজার করা হয়। আর এই বছর প্রায় দশ লাখের বেশি মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হয়।

ইসলামের রীতি অনুযায়ী কাবা শরিফের পূর্বদিকের দেয়ালে অবস্থিত কালো পাথর হাজরে আসওয়াদ। মুসলিমদের বিশ্বাস এই পাথর প্রথম মানব আদম ও হাওয়ার সময়ের। ইসলাম আবির্ভাবের আগে থেকেই পাথরটি পবিত্র বলে মনে করা হতো। বলা হয়ে থাকে পাথরটি আসলে সাদা, কিন্তু এটি স্পর্শ করা মানুষের পাপ শোষণ করতে করদে এটি কালো হয়ে গেছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516