Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

চলচ্চিত্র অভিনেতা আবদুল্লাহ সাকি আর নেই

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: রবিবার, ২৮ আগষ্ট, ২০২২, ০৮:২৪
আবদুল্লাহ সাকি

প্রায় দুই বছরের বেশি সময় ধরে অসুস্থ ছিলেন ঢালিউড অভিনেতা আবদুল্লাহ সাকি। এক মাস আগে দ্বিতীয়বারের মতো স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী হন তিনি। এর পর থেকে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। অবশেষে টানা এক মাস বাসায় শয্যাশায়ী থাকার পর আজ রোববার দিবাগত রাত একটার দিকে এই অভিনেতার মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তথ্যগুলো নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে শাহ মোহাম্মদ আবদুল্লাহ সৌদ।

আবদুল্লাহ সাকির ছেলে শাহ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘বাবা দুই বছর আগে প্রথম স্ট্রোক করেন। তার পর থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এর মধ্যে আমরা জামালপুরের ফিজিওথেরাপি দিয়েছি। তখন কিছুটা ভালো ছিলেন। হাঁটতে পারতেন। তখন অনেক কিছুই মনে রাখতে পারতেন। অনেক সময় কথা বলতে সমস্যা হতো। এর মধ্যে মাসখানেক আগে আরেকটি স্ট্রোক করে একদম কোমায় চলে যাওয়ার মতো অবস্থা হয়। একদম বিছানায় পড়ে যান। তিনি খেতেও পারতেন না। পাইপ দিয়ে খাওয়াতে হতো। কথাও বলতে পারতেন না। বাবা কাউকে সেভাবে চিনতেও পারতেন না। এর মধ্যেই হঠাৎ আজ দিবাগত রাত একটার দিকে বাবা মারা যান। বাবার জন্য সবাই দোয়া করবেন।’

১৯৯০ সালের দিকে আবদুল্লাহ সাকি শখে অভিনয় শুরু করেন। তিনি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর বেশির ভাগ সিনেমায় অভিনয় করেছেন। এই পরিচালকের সঙ্গে সাকির ভালো সম্পর্ক ছিল। তবে চাকরির জন্য নিয়মিত অভিনয়ে সময় দিতে পারতেন না। জানা যায়, আবদুল্লাহ সাকি সরকারি চাকরি করতেন। তিনি ২০০৭ সালে চাকরি থেকে স্বেচ্ছায় অবসরে যান। তার পর থেকে ঢাকাতেই থাকতেন। তখন বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। নাটকও প্রযোজনায় আসেন। পরবর্তী সময় তাঁর ইচ্ছা হয় গ্রামের বাড়ি চলে যাবেন। ২০১৬ সাল থেকে তিনি গ্রামের বাড়িতেই সময় কাটাচ্ছিলেন। নয়ন নামে তাঁর একজন সহকারী এই অভিনেতাকে দেখভাল করতেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় নিয়ে আবদুল্লাহ সাকির কোনো অভিমান ছিল কি না, এমন প্রশ্নে তাঁর ছেলের জানান, তাঁর বাবা ব্যক্তিগত ইচ্ছাতেই শখে অভিনয় করতেন। যত সিনেমায় অভিনয় করেছেন, সব কটিতেই তিনি অভিনয় করে সন্তুষ্ট ছিলেন। অভিনয় নিয়ে চাওয়ার চেয়ে বেশি পেয়েছিলেন। তিনি খুশি ছিলেন।

সাকি দীর্ঘ ক্যারিয়ারে ‘প্রেমগীত’, ‘মায়ের দোয়া’, ‘রাস্তার রাজা’, ‘ঝিনুক মালা’, ‘মাটির কোলে’, ‘গরিবের বন্ধু’, ‘হারানো প্রেম’সহ ৭০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। প্রেমগীত সিনেমার চিত্রনায়ক ওমর সানী এই অভিনেতার মৃত্যুতে শোকে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একটা দুঃসংবাদ পেলাম এখন। আমার বিখ্যাত “প্রেমগীত” ছবির আমার সঙ্গে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকি ভাই গত রাত একটার সময় ইন্তেকাল করেছেন, ওনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানাল। সাকি ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।’

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516