Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বৃদ্ধা শাশুড়িকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, পুত্রবধূ গ্রেপ্তার

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:২৭
পুত্রবধূ গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে বৃদ্ধা শাশুড়িকে ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে গুরুতর আহত করার অভিযোগে পুলিশ শাহিনারা বেগম (৪০) নামে তার পুত্রবধূকে গ্রেপ্তার করেছে। শাহিনারা আহত বৃদ্ধা মাহমুদা বেগমের (৮৫) বড় ছেলে গোলাম মোস্তফার স্ত্রী। তাদের বাড়ি আক্কেলপুর পৌর শহরের নিচা বাজার মহল্লায়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আক্কেলপুর পৌর শহরের নিচা বাজার মহল্লায় এ ঘটনা ঘটেছে।


মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃদ্ধা মাহমুদা বেগমের চার ছেলে। তিনি চার ছেলের বাড়িতে পালাক্রমে দুই মাস করে থাকেন। গত ৬ জুলাই থেকে বড় ছেলে গোলাম মোস্তফার নিচা বাজার মহল্লার বাড়িতে থাকছেন। পারিবারিক বিভিন্ন বিষয়ে গোলাম মোস্তফার সঙ্গে তাঁর স্ত্রী শাহিনারা বেগমের ঝগড়া লেগেই থাকত। বৃদ্ধা মাকে বাড়িতে নিয়ে আসার পর তাদের পারিবারিক দ্বন্দ্ব আরও বেড়ে যায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাম মোস্তফার স্ত্রী শাহিনারা বাসায় শাশুড়ির শয়ন ঘরে কাপড় ইস্ত্রি করছিলেন। এ সময় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতন্ডা হয়। এর এক পর্যায়ে শাহিনারা প্রচণ্ড রাগান্বিত হয়ে গরম ইস্ত্রি দিয়ে শাশুড়ি মাহমুদা বেগমের পিঠে ছ্যাঁকা দেয়।

এ সময় বৃদ্ধার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছ্যাঁকা দেওয়ার বিষয়টি দেখতে পান। পরে বৃদ্ধার স্বজনরা দ্রুত এসে তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে তাকে বড় ছেলের বাড়িতে আনা হয়। এ ঘটনায় রাতেই বৃদ্ধার ছোট ছেলে সৈয়দ জিল্লুর রহমান বাদি হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত শাহিনারা বেগমকে গ্রেপ্তার করে। শুক্রবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, অশীতিপর বৃদ্ধার পিঠে গরম ইস্ত্রির ছ্যাঁকা দেওয়ার ঘটনায় শাহিনারা বেগম নামের গৃহবধূর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে শুক্রবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516