Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

কনকচাঁপার জন্মদিন আজ

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ০২:২১
কনকচাঁপা

বাংলা সংগীতের জনপ্রিয়দের মধ্যে অন্যতম রুমানা মোর্শেদ কনকচাঁপা। যিনি কনকচাঁপা নামেই বেশি পরিচিত। সুরেলা কণ্ঠে অসংখ্য গান গেয়ে অনেক আগেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই উজ্জ্বল নক্ষত্র। আজ ১১ সেপ্টেম্বর এই খ্যাতিমান সংগীতশিল্পীর জন্মদিন।

১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকার শান্তিবাগে জন্মগ্রহণ করেন কনকচাঁপা। সিরাজগঞ্জের কাজীপুরে দাদার বাড়ি হলেও তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বাবার নাম আজিজুল হক মোর্শেদ। পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে এই গায়িকা তৃতীয়। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সংগীত ও লোকগীতিসহ সবধরনের গানে পদচারণা রয়েছে কনকচাঁপার। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীত নিয়ে কাজ করছেন তিনি। এ পর্যন্ত সিনেমার তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। প্রকাশ হওয়া একক অ্যালবামের সংখ্যা ৩৫টি। এসব গানের মধ্যে অসংখ্য গান শ্রোতামহলে জনপ্রিয়।

সংগীতের বাইরে সাহিত্যের প্রতিও বেশ ঝোঁক রয়েছে তার। এ কারণে সময় পেলে লিখতে বসেন এই গায়িকা। ২০১০ সালে ‘স্থবির যাযাবর’, ২০১২ সালে ‘মুখোমুখি যোদ্ধা’ ও ২০১৬ সালে ‘মেঘের ডানায় চড়ে’ নামে বই প্রকাশ হয় অমর একুশে বইমেলায়। কয়েকটি জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লেখেন। এছাড়া ২০২০ সালে জীবনীমূলক বইকাটা ঘুড়ি প্রকাশ হয়েছে তার। কনকচাঁপার জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘অনেক সাধনার পরে আমি’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভাল আছি ভাল থেক’, ‘আমার নাকেরই ফুল বলে’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘নীলাঞ্জনা নামে ডেক না’, ‘এমন একটা দিন নাই’, ‘আমি মেলা থেকে তাল পাতার’, ‘প্রেম হইলো রে বাবুই পাখির বাসা’ প্রমুখ।

বাংলা সংগীতের গুণী এই মানুষ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও বাচসাস চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। কনকচাঁপা সংগীতের পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ছিলেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516