Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

বিমানবন্দরে প্রবাসীদের দুর্দশা-হয়রানি লাঘবে পদক্ষেপ নেবে সরকার

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৯
ফাইল ছবি

বিমানবন্দরে প্রবাসীদের বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের দুর্দশা ও হয়রানি লাঘবে সরকার পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাজ্য সফররত পররাষ্ট্রমন্ত্রী রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে লন্ডনের একটি হোটেলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।

বিমানবন্দরে সেবার বিষয়ে বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনুর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিমানবন্দরে প্রবাসীদের বিদ্যমান দুর্দশা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যাত্রীদের অসহনীয় হয়রানি লাঘবে সরকার পদক্ষেপ নেবে।

বাংলাদেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আনতে কাজ করার জন্য বিবিসিসিআই নেতাদের প্রতি আহ্বান জানিয়ে ড. মোমেন বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনশক্তি। এ জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন এবং জনগণের জীবনমানের উন্নতি ঘটানো সম্ভব। কিন্তু এজন্য আমাদের জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা দরকার।

যুক্তরাজ্যে ক্যাটারিং সেক্টরে দক্ষ জনশক্তির প্রচুর চাহিদা আছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ চাহিদা পূরণে দেশে ক্যাটারিং ইনস্টিটিউট প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দেশের স্বাস্থ্য ও কৃষিখাতে বিনিয়োগের জন্যও প্রবাসী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু ছাড়াও সংগঠনের মহাপরিচালক এ এইচ এম নূরুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর আতাউর রহমান কুটি, সংগঠনের সাবেক প্রেসিডেন্ট শাহাগির বখত ফারুক, সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ ও ডিরেক্টর শফিকুল ইসলাম সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516