Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ডলারের বিকল্প নিয়ে ভাবছে সরকার

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০৩:০৭
ফাইল ছবি

ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রার ব্যবহার নিয়ে চিন্তাভাবনা চলছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘ডলারের পাশাপাশি ইউয়ান (চীনা মুদ্রা) ব্যবহার নিয়ে আলোচনা চলছে। আমাদের মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানো দরকার। অর্থ মন্ত্রণালয় বিকল্প মুদ্রার ব্যবহার নিয়ে কাজ করছে। ’

গত শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন (ওকাব) আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিপু মুনশি এসব কথা বলেন।

দোকানে জিনিসপত্র বিক্রির ক্ষেত্রে দাম বেঁধে দেওয়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী দুই সপ্তাহ আগে নিত্যপ্রয়োজনীয় ৯টি পণ্যের দাম বেঁধে দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা ভোজ্য তেল ও চিনির দাম বেঁধে দিতে পারি। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু বাকি সাতটি পণ্যের দাম বেঁধে দেওয়ার দায়িত্ব কৃষি মন্ত্রণালয়ের। দাম বেঁধে দেওয়ার ঘোষণা আসতে হবে কৃষি মন্ত্রণালয় থেকে। ’

বাণিজ্যমন্ত্রী গত ৩০ আগস্ট চাল, গম, ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি, মসুর ডাল, রড ও সিমেন্ট—এই ৯টি পণ্যের দাম বেঁধে দেওয়ার ঘোষণা দেন এবং ১৫ দিনের মধ্যে সেটি কার্যকরের সিদ্ধান্ত জানান। সে হিসাবে ১৬ সেপ্টেম্বর সময় পেরিয়ে যায়। এর মধ্যে তিনি আরো সাত দিন সময় চেয়েছিলেন।

এখন সেই সিদ্ধান্ত থেকে সরে গিয়ে গতকাল সংবাদ সম্মেলনে টিপু মুনশি বলেন, এসংক্রান্ত একটি চিঠি কৃষি মন্ত্রণালয়কে দেওয়া হবে। রপ্তানি আয় বাড়াতে ২০২৬ সালে ১০০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৯ সাল থেকে এলডিসিভুক্ত দেশের বাণিজ্য সুবিধা আর থাকবে না বাংলাদেশের। তখন থেকে উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতা করেই বিশ্ববাণিজ্য করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ চ্যালেঞ্জ মোকাবেলায় ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করা হয়েছে। আরো বেশ কয়েকটি দেশের সঙ্গে পিটিএ বা এফটিএর মতো বাণিজ্যচুক্তি সম্পাদনের জন্য গুরুত্ব দিয়ে আলোচনা চলছে। ভারতের সঙ্গে সেপা চুক্তি করার জন্য কাজ চলছে।
 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516