Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

সেরা ক্রীড়াবিদ সাকিব আল হাসান

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ০১:২৩
ফাইল ছবি

সাকিব আল হাসানকেই বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদ হিসেবে বাছাই করেছে দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের প্রাচীন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)।শুক্রবার রাজধানীর একটি হোটেলে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বিএসপিএ’র ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাকিব আল হাসানকে এই সম্মাননা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, বসুন্ধরা কিংস ক্লাব-এর সভাপতি ইমরুল হাসান ও এআইপিএস এশিয়ার সভাপতি হি-দং-জং।

ঘরোয়া ও আন্তর্জাতিক সাফল্য এবং জনপ্রিয়তার বিচারে সেরা দশ ক্রীড়াবিদকে বাছাই করেছে স্বাধীন ও স্বতন্ত্র বিচারকমণ্ডলী। চুলচেরা বাছাই-বিশ্লেষণ প্রক্রিয়া শেষে বিচারকরা চূড়ান্তভাবে নির্বাচিত করেছেন বাংলাদেশের সেরা দশ ক্রীড়াবিদ। মনোনীত শীর্ষ ১০ ক্রীড়াবিদরা হলেন, গলফার সিদ্দিকুর রহমান (১০ম), সাঁতারু মোশাররফ হোসেন খান (৯ম), স্প্রিন্টার শাহ আলম (৮ম), শ্যুটার আসিফ হোসেন খান (৭ম), ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা (৬ষ্ঠ), বক্সার মোশাররফ হোসেন (৫ম), ফুটবলার মোনেম মুন্না (চতুর্থ), দাবাড়ু নিয়াজ মোর্শেদ (৩য়),  ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন (২য়) ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (১ম)।

চূড়ান্ত দশ জনের ভেতর থেকে বেছে নেওয়া হয় বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রীড়াবিদকে। যে মর্যাদাটা পেয়েছেন সাকিব আল হাসান। প্রত্যেক বিজয়ীর জন্য ছিল ট্রফি ও ১ লাখ টাকা। বিএসপিএ-এর হীরক জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৫ টায় শুরু হওয়া অনুষ্ঠানে শুরুতে ১ মিনিট নীরবতা পালন করা হয় ফুটবলের রাজা পেলের প্রতি শ্রদ্ধা জানাতে। অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের দশ সেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করা হয়। পরে ক্রীড়াবিদ অথবা তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও আর্থিক পুরস্কার।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516