Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

পেলের মৃত্যুশোক না কাটতেই চলে গেলেন আরেক কিংবদন্তি

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: শনিবার, ০৭ জানুয়ারী, ২০২৩, ০৩:৪৩
পেলে

‘ফুটবলের রাজা’ পেলের মৃত্যুশোক না কাটতেই আবারও শোকে কাতর ফুটবলবিশ্ব। এবার না-ফেরার দেশে পাড়ি জমালেন ইতালির সাবেক ফুটবল তারকা জিয়ানলুকা ভিয়াল্লি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতালিয়ান দৈনিক লা স্তাম্পর শিরোনাম, ‘চিরকালের অধিনায়ক আর নেই। তিনি ছিলেন সবারই আদর্শ।’,

ফুটবলে সাধারণ পরিবার থেকে উঠে এসে পেলে, ম্যারাডোনার মতো কিংবদন্তি হয়েছেন অনেকে। ভিয়াল্লির গল্পটা ছিল অন্য রকম। বিলিয়নেয়ার বাবার ছেলে বেড়ে উঠেছেন ৬০ রুমের রাজপ্রাসাদে। তবে মাঠে আর দশজনের মতোই কঠোর পরিশ্রম করে পৌঁছেন সাফল্যের চূড়ায়। তাঁর পায়ের দ্যুতিতেই ১৯৯০-৯১ মৌসুমে প্রথমবার সিরি ‘এ’ জিতেছিল সাম্পদোরিয়া। ১৯৯২ সালে ১২.৫ মিলিয়ন ইউরোয় সাম্পদোরিয়া থেকে জুভেন্টাসে নাম লেখান ভিয়াল্লি। দলবদলে সেটাই ছিল তখনকার বিশ্বরেকর্ড। অধিনায়ক হিসেবে জুভেন্টাসকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে নিজের দামের প্রতিদানও দেন তিনি।

ইতালির হয়ে ৫৯ ম্যাচে ১৬ গোল করা ভিয়াল্লি শুক্রবার লন্ডনে মারা গেছেন ৫৮ বছর বয়সে। ২০১৭ সাল থেকে অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন ইতালির ইউরোজি দলের ‘হেড অব ডেলিগেশন’-এর দায়িত্ব পালন করা ভিয়াল্লি। মাঝখানে সেরে উঠলেও কিছুদিন আগে অসুস্থতা বেড়ে যাওয়ায় দায়িত্বটাই ছেড়েছিলেন তিনি। ১৯৯৮ সালে চেলসির খেলোয়াড়-কাম-কোচের দায়িত্বও পালন করেছিলেন ভিয়াল্লি।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516