Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

নিয়ম ভেঙ্গে মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ০৬:১৩
সাকিব

আবারো নেতিবাচক নিউজে সাকিব আল হাসান। শনিবার ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ম্যাচে বল মাথার উপর দিয়ে যাওয়ায় আম্পায়ার বাউন্সের সংকেত দেন; কিন্তু ওয়াইডের সংকেত না দেওয়ায় আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। মঙ্গলবার বিপিএলের নবম আসরের ফরচুন বরিশাল-রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচের শুরুতেই আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান সাকিব। 

এদিন রংপুর রাইডার্সের বিপক্ষে ১৫৯ রানের টার্গেট পায় বরিশাল। দলটির ওপেনার চতুরঙ্গা ডি সিলভা স্ট্রাইকে, রংপুরের বোলার রকিবুল হাসান বোলিং প্রান্তে। কিন্তু স্ট্রাইকে বাঁহাতি চতুরঙ্গাকে দেখে রংপুরের অধিনায়ক নুরুল হাসান বোলার পাল্টে বল তুলে দেন অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হাতে। এ পরিবর্তন দেখে অন্যপ্রান্তে থাকা এনামুল হক স্ট্রাইকে আসেন। তখন রংপুর আরও একবার বোলার পাল্টায়। ডানহাতি এনামুলের বিপক্ষে বাঁহাতি স্পিনার রকিবুলকে বোলিং দিতে চাচ্ছিল রংপুর।

মাঝমাঠে যখন এই নাটক চলছিল, তখন ডাগআউট থেকে উঠে আসেন বরিশালের অধিনায়ক সাকিব। স্কয়ার লেগ আম্পায়ার গাজী সোহেলের দিকে তেড়ে আসেন তিনি। নিয়ম অনুযায়ী সাকিবের মাঠে ঢোকার কথা নয়, কিন্তু তিনি নিয়ম ভেঙে মাঠে ঢুকেছেন, এরপর আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়িয়েছেন। সেটি চলতে থাকে প্রায় পাঁচ মিনিট। এরপর সাকিব মাঠ ছাড়লে বাঁহাতি চতুরঙ্গাকে বাঁহাতি রকিবুলকে দিয়েই বোলিং করানো হয়। আর সেই ওভারে রকিবুলের বলেই আউট হন চতুরঙ্গা।

সাকিবের মাঠে প্রবেশ করা প্রসঙ্গে বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ বলেন, নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গা ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516