Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

রমজানের নিত্যপণ্য নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই: বাণিজ্যমন্ত্রী

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ০১:৫৩
বাণিজ্যমন্ত্রী

রমজান মাস সামনে রেখে বর্তমান অবস্থা সম্পর্কে খুব সচেতন আছি। ঘাবড়ানোর কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য আনার জন্য এলসির ব্যাপারে ফলোআপ করেছি, টাস্কফোর্সের মিটিং হয়েছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই।

নাইজেরিয়ার সঙ্গে সম্পর্কের বিষয় জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই দেশেরই বেশ ইতিবাচক আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে মিল আছে, মুসলিম মেজরিটি দেশ, আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন সময়ে তারা বাংলাদেশের সমর্থন দিয়েছে। আমরা অনুরোধ করেছি, ২০২৬ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশের মেম্বারশিপের ব্যাপার রয়েছে, সেটাতে সাপোর্ট দেওয়ার জন্য। তারা বলেছে কনসিডার করবে। সব মিলিয়ে বৈঠকে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে।

টিপু মুনশি বলেন, নাইজেরিয়ার কাছ থেকে মূলত তেল-গ্যাস আনা হয়, সে দেশ থেকে ৬০০ মিলিয়ন ডলারের আমদানি করি। এদিক থেকে কিছু যায়। সেদিক থেকে খাদ্যদ্রব্যের মধ্যে মশলা জাতীয় পণ্যের কিছু আসে, এ এক্সপোর্ট-ইমপোর্ট ভলিউমটাকে কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের তুলনায় নাইজেরিয়ার জনসংখ্যা অনেক বেশি। অর্থনৈতিকভাবেও তারা ভালো আছে, সে কারণে রপ্তানির জন্য ভালো গন্তব্য হতে পারে। তৈরি পোশাক বা অন্য কিছুও হতে পারে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516