Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ধারাবাহিকতা রাখলে জাতীয় দলের ‘বিবেচনায়’ থাকবেন নাসির

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১১:০০
নাসির

নাসির হোসেন যেন নিজেকে খুঁজে পেয়েছেন নতুন করে। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করছেন ঢাকা ডমিনেটর্স। দল ততটা সফল না হলেও ব্যাট-বলের পারফরম্যান্সে উজ্জ্বল এই অলরাউন্ডার। এখন অবধি পাঁচ ইনিংসে ব্যাট করে ৭১.৬৬ গড়ে করেছেন ২১৫ রান। টানা পাঁচ ইনিংসে ৩০ ছাড়ানো সংগ্রহ এসেছে নাসিরের ব্যাটে। বল হাতেও পেয়েছেন উইকেট।  

নাসির ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সুযোগ পাবেন জাতীয় দলে, এমনটা বলছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘অনেক দিন পর এসে খেলছে, ভালো খেলছে। অকে আগে খেলতে দেন। স্টেবল হতে হবে। কারণ অনেকদিন পর এসে পারফর্ম করা একটা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। প্রত্যাবর্তন করেছে। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকলে অবশ্যই বিবেচনা করা হবে। ’

এবারের বিপিএল কেমন দেখছেন এমন প্রশ্নের জবাবে চট্টগ্রামে নান্নু বলেন, ‘এখন পর্যন্ত ভালো ক্রিকেট হয়েছে। রোমাঞ্চকর ক্রিকেট। বেশ কিছু পারফর্মার আমরা দেখেছি। অনেকজনই আছে, সব বিভাগেই দেখা হচ্ছে। প্রতিটা ম্যাচই পর্যবেক্ষণ করা হচ্ছে। ‘অনেকজনকেই দেখেছি। এই মুহূর্তে কারও নাম বলব না। কারণ ৮০ শতাংশ ম্যাচ না গেলে বলা মুশকিল। এখানে প্লেয়ারদের ভালো ইনভলভমেন্ট ও কমিটমেন্ট আছে। ’

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516