Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ঝড়ের কবলে আদানির সাম্রাজ্য, পতন কি আসন্ন?

আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশিত: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১১:০৩
আদানির সাম্রাজ্য

আদানি গ্রুপের শেয়ারে কারসাজি, কৃত্রিমভাবে দাম বৃদ্ধি আর আর্থিক লেনদেনে প্রতারণার চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের পর টালমাটাল আদানির সাম্রাজ্য ভারতের গৌতম আদানি, স্কুল থেকে ঝরে পড়া এক বিলিয়নিয়ার যিনি হয়ে উঠেছেন এশিয়ার শীর্ষ ধনী, সম্ভবত তার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক শেয়ারবাজার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের শেয়ারে কারসাজি ও কৃত্রিম দাম বৃদ্ধিসহ আর্থিক লেনদেনে প্রতারণার চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশের পর টালমাটাল হয়ে উঠেছে গৌতম আদানির সাম্রাজ্য।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের বাসিন্দা আদানি। একজন ভোগ্যপণ্য ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন তিনি, এখন গড়ে তুলেছেন বিশাল এক সাম্রাজ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই রাজ্যের বাসিন্দা। যে কারণে তাদের সম্পর্ক নিয়ে বছরের পর বছর ধরে সমালোচনা করতে দেখা গেছে বিরোধীদের। আদানির ব্যবসায়িক আগ্রহের জায়গায় রয়েছে বন্দর, বিদ্যুৎ উৎপাদন, বিমানবন্দর, খনি, ভোজ্য তেল, নবায়নযোগ্য জ্বালানি আর সম্প্রতি গণমাধ্যম ও সিমেন্টের মতো খাত।

মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, তিনদিন আগেও বিশ্বের তৃতীয় ধনী গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ছিল ১২৭ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু মাত্র তিনদিনের ব্যবধানে ২২ দশমিক ৬ বিলিয়ন ডলার হারিয়ে শীর্ষ ধনীর তালিকায় সপ্তম স্থানে নেমে গেছেন তিনি। দন্ত চিকিৎসক প্রীতি আদানির সঙ্গে ঘর বেঁধেছেন আদানি, সংসারে রয়েছে দুই ছেলে, করণ ও জিৎ। তারা দুজনই বর্তমানে বাবার ব্যবসা দেখভাল করেন। সম্পদের পাহাড় গড়া ৬০ বছর বয়সী আদানি এক মধ্যবিত্ত টেক্সটাইল পরিবারে বেড়ে উঠেছেন। এমন একটি দেশে তিনি বেড়ে উঠেছেন, যেখানে অনেকেই তাদের সম্পদের উত্তরাধিকারী হন জন্মসূত্রে। আর অন্যান্য বিলিয়নেয়ারদের তুলনায় আদানির পরিচিতিও তেমন বেশি ছিল না।

আদানির ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে অবগত এক ব্যক্তির মতে, তার ব্যবসায়িক শৈলীকে ‘অত্যন্ত নির্ভরযোগ্য’ হিসেবে বর্ণনা করা হয়। আদানির সাম্রাজ্য বৃদ্ধির সাথে সাথে তার তালিকাভুক্ত সাতটি কোম্পানির স্টকও বেড়েছে। কিছু ক্ষেত্রে আগ্রাসী সম্প্রসারণের ঘটনাও ঘটেছে। গত তিন বছরে তার কোম্পানির স্টক বেড়েছে ১ হাজার ৫০০ শতাংশেরও বেশি।

মোদির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় লাভবান হচ্ছেন বলে দেশটিতে বিরোধীদের যে অভিযোগ রয়েছে তা অস্বীকার করেছেন আদানি। ২০১৪ সালে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘মোদির বন্ধু ছিলেন কি না’ প্রশ্ন করা হলে আদানি বলেছিলেন, রাজনৈতিক অঙ্গনে তার বন্ধু আছে, কিন্তু তিনি রাজনীতি এড়িয়ে চলেন। তিনি বলেছিলেন, তার সাফল্যের পেছনে কোনো রাজনৈতিক নেতা নেই। সাক্ষাৎকারের সময় আদানির করপোরেট বিমান মোদির ব্যবহারের বিষয়ে জানতে চাওয়া হলে এশিয়ার এই শীর্ষ ধনী বলেছিলেন, মোদি বিমানের পুরো ভাড়া পরিশোধ করেছেন।

গত কয়েক বছর আদানি গোষ্ঠী ২২০ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ পেয়েছে। বিশ্বের বৃহত্তম সবুজ হাইড্রোজেন ইকোসিস্টেম গড়ে তোলার জন্য গত বছর আদানির সাথে চুক্তি করেছে ফ্রান্সের টোটাল এনার্জিস। অতি সম্প্রতি আদানি তার ভাবমূর্তি গড়ে তোলার জন্য সক্রিয় থাকার পন্থা বেছে নিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516