Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

মিরপুরে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে: মেয়র আতিক

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বুধবার, ০১ ফেরুয়ারী, ২০২৩, ১০:১৮
মেয়র আতিক

মিরপুরে আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরে পল্লবী সিটি ক্লাব মাঠে ‌‘মিরপুর মুক্তির উৎসব-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। সাংস্কৃতিক চর্চা আমাদের জীবনের অংশ। মিরপুরের সাংস্কৃতিক সংগঠনগুলোকে অনুরোধ করছি আমাকে জায়গার সন্ধান দিন। কোথাও অবৈধ দখল হওয়া জমি থাকলে আমাদের জানান। মিরপুরে আধুনিক মানের সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করে দেব।

ডিএনসিসি মেয়র বলেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলেও মিরপুর তখনো মুক্ত হতে পারেনি। পুরো মিরপুর মুক্তি লাভ করে ৩১ জানুয়ারি। মিরপুরের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। যুদ্ধকালীন থেকেই মিরপুরে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো। এখানে অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রয়েছে। রয়েছে অনেক সাংস্কৃতিক সংগঠন।

তিনি বলেন, বাঙালি জাতি খেলা প্রিয়, সংগীত প্রিয় ও সংস্কৃতি প্রিয় জাতি। ছেলে-মেয়েদের খেলাধুলা ও মানসিক বিকাশের জন্য আমরা মাঠ ও পার্ক নির্মাণ করছি। কিছুদিন আগে মিরপুর প্যারিস রোড সংলগ্ন খেলার মাঠটি জনগণকে সঙ্গে নিয়ে অবৈধ দখল থেকে উদ্ধার করেছি। খাল উদ্ধার করেছি। দখলদারদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। কেউ আর অবৈধভাবে মাঠ ও খাল দখল করে রাখতে পারবে না। দখল ও দূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

মিরপুরের উন্নয়নের কথা উল্লেখ করে মেয়র বলেন, একসময় মিরপুর অবহেলিত ছিল। বর্তমানে মিরপুরে মেট্রোরেলসহ রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। কালশীতে ফ্লাইওভারের কাজ প্রায় শেষ। দ্রুতই এটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন কাজ চলমান। সবশেষে মেয়র বলেন, মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই শহর পেয়েছি। আমাদের প্রত্যেককে এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুস্থ নগরী রেখে যেতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি প্রমুখ।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516