Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

যেসব কারণে বেড়েছে হজের ব্যয়

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ০৩ ফেরুয়ারী, ২০২৩, ০৩:৩২
হজের ব্যয়

মুয়াল্লিম ফি, বিমান ভাড়া ও সৌদি মুদ্রা রিয়ালের মূল্য বেড়ে যাওয়াসহ নানা কারণেই গত বছরের চেয়ে এ বছর হজের ব্যয় প্রায় দুই লাখ টাকা বেড়েছে। গত বছরের চেয়ে এ বছর বিমান ভাড়া বেড়েছে প্রায় ৫৮ হাজার টাকা। রিয়ালের মূল্য বেড়ে যাওয়ায় একজন হাজিকে অতিরিক্ত ব্যয় বহন করতে হবে প্রায় ৬৩ হাজার টাকা। মুয়াল্লিম ফি বেড়েছে প্রায় এক লাখ টাকা। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, আগামী ২৭ জুন থেকে সৌদি আরবে পবিত্র হজ পালিত হবে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। এই প্যাকেজের মূল্য গত বছর নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। যদিও পরে আবার সৌদি কর্তৃপক্ষ হঠাৎ করে বিভিন্ন খাতে ব্যয় বাড়িয়ে দেওয়ায় অতিরিক্ত আরও  ৫৯ হাজার টাকা ব্যয় করতে হয়েছে।অপরদিকে, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে সর্বনিম্ন ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকায়।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত বছর হজের জন্য জনপ্রতি বিমান ভাড়া ধরা হয়েছিল এক লাখ ৪০ হাজার টাকা। এবার সেটা বেড়ে হয়েছে এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। এতে অতিরিক্ত খরচ বেড়ে যায় ৫৭ হাজার ৭৯৭ টাকা। মিনা ও আরাফাতের সার্ভিস বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে জনপ্রতি এক লাখ ৬০ হাজার ৬৩০ টাকা। গত বছর যা ছিল মাত্র ৬১ হাজার ২৩৬ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ৯৯ হাজার ৩৯৫ টাকা। মিনা, আরাফা ও মুজদালিফায় উন্নতমানের বাস ও ট্রেন ভাড়া বাবদ এবার সৌদি কর্তৃপক্ষকে দিতে হবে জনপ্রতি ১৯ হাজার ৩৩৩ টাকা। গত বছর এটা ছিল মাত্র ৭ হাজার ২৯০ টাকা। এক্ষেত্রে ব্যয় বেড়েছে ১২ হাজার ৪৩ টাকা। এছাড়া জমজমের পানি, লাগেজ পরিবহন ফি, ভিসা ফি, খাওয়া খরচ ও হজ গাইড বাবদও ব্যয় বেড়েছে।

গত বছর (২০২২) সরকারি খরচের ক্ষেত্রে প্রতি রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছিল ২৪ দশমিক ৩০ টাকা। এবার সেটা বেড়ে বিনিময় মূল্য হয়েছে ২৮ দশমিক ৩৯ টাকা। যে কারণে সৌদি সরকারকে অতিরিক্ত বিনিময় মূল্য দিতে হবে ৬২ হাজার ৪৮৪ টাকা।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সরকারি ব্যবস্থাপনায় এ বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন। ওই সময় তিনি সাংবাদিকদের জানান, মিনার তাঁবুর ‘সি’ ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। সৌদি সরকার ও  বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি সই হয় গত ৯ জানুয়ারি। হজ চুক্তি অনুযায়ী, এ বছর হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন পবিত্র হজব্রত পালন করতে পারবেন। এ বছর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সৌদি আরবে গমনকারী ১০০ শতাংশ হজযাত্রীর প্রি-এরাইভাল ইমিগ্রেশন ‘মক্কা রোড চুক্তি’ অনুযায়ী এই  বিমানবন্দরেই অনুষ্ঠিত হবে।

কী কারণে এবার হজের খরচ এত বেড়ে গেলো জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘হজের আনুষ্ঠানিকতার ক্ষেত্রে সৌদি কর্তৃপক্ষের অনেক সার্ভিস ক্যাটাগরিতে ফি বাড়ানো হয়েছে। এছাড়া ডলার ও সৌদি রিয়ালের মূল্য বৃদ্ধির কারণে বিমান ভাড়া বেড়েছে। এ কারণেই এবার হজের ব্যয় গত বছরের চেয়ে বেড়ে গেছে।’ তিনি বলেন, ‘সরকারি ব্যবস্থাপনায় হাজিদের সর্বোচ্চ সেবার বিষয়টি নিশ্চিতের চেষ্টা করা হবে।’

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘এবারই প্রথম বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে সরকারের চেয়ে ১৫ হাজার টাকা কম ধরা হয়েছে। তাছাড়া সৌদি রিয়াল ও ডলারের মূল্য বৃদ্ধির কারণে বিমান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বেড়ে গেছে। সৌদি কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সেবার সার্ভিস বাড়িয়েছে। যে কারণে গতবারের চেয়ে এবার হজের ব্যয় বেড়ে গেছে।’

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516