Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

চুরির মামলার তদন্তে গিয়ে ধর্ষণের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেরুয়ারী, ২০২৩, ১২:১২
ধর্ষণের অভিযোগ

ফরিদপুরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী (৩৩) আদালতে অভিযোগ দিয়েছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণের জন্য ভাঙ্গা থানার ওসিকে নির্দেশ দেন।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম সজল মাহমুদ (৪০)। তিনি ভাঙ্গা থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মানিক মজুমদার বলেন, আদালত অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণের জন্য ভাঙ্গা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

লিখিত অভিযোগে জানা যায়, ওই নারী অবিবাহিত। গত ২০ অক্টোবর তার বাড়িতে চুরি হলে তিনি থানায় যান। গত ২৪ অক্টোবর এএসআই সজল তদন্তের নামে রাতে বাড়িতে ঢুকে তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করেন। এ ঘটনা কাউকে বললে তাকে খুন ও গুম করার হুমকিও দেন তিনি। পরে তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেন। এক পর্যায়ে তিনি গর্ভবতী হন। পরে তাকে বিয়ের কথা ব‌লে গত ৩০ জানুয়ারি ভাঙ্গা বাজারে নিয়ে একটি মেডিক্যাল সেন্টারে রেখে পালিয়ে যান।

লিখিত অভিযোগে আরো বলা হয়, গত ৩১ জানুয়ারি তিনি এ বিষয়ে ভাঙ্গা থানায় গিয়ে ওসিকে বিষয়টি খুলে বলেন। ওসি মুঠোফোনের সজলকে ডেকে নেন। পরে সজল ওই নারীকে পুলিশ কোয়ার্টারে নিয়ে কিছু কাগজপত্র ও সাদা কাগজে স্বাক্ষর করতে বলেন। তিনি স্বাক্ষর করার পর সজল বলেন, ‘তুমি আমাকে বিয়ে করেছ এবং তালাক দিয়েছ।’ পরে তাকে মারধর করে থানা থেকে বের করে দেওয়া হয়। অভিযোগ প্রসঙ্গে এএসআই সজল মাহমুদ ব‌লেন, ‘ওই নারীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার কাছে কাবিননামাও আছে। এর পরও আদালতে ধর্ষণের অভিযোগ কেন করল ঠিক বুঝলাম না।’

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেললাউদ্দিন ভূঁইয়া বলেন, প্রশাসনিক কারণে এএসআই সজলকে গত ১০ দিন আগে ফরিদপুর পুলিশ লাইনসে বদলি করা হয়েছে। 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516