Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

শেরপুরে ৬ দিনের ভ্রাম্যমাণ বইমেলা

শেরপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেরুয়ারী, ২০২৩, ০৫:১০
ভ্রাম্যমাণ বইমেলা

শেরপুরে ছয় দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্প্রতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মুক্তমঞ্চে এ মেলার উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক এর উদ্বোধন করেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এ মেলায় প্রায় আট হাজার বই ২০-৩০ ভাগ ছাড়ে বিক্রয় ও প্রদর্শন করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। খোলা থাকবে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা। এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. সাজ্জাদুল করিম।  

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এএসএম নুরুল ইসলাম হিরো, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে তুলে ধরতেই দেশব্যাপী এ বইমেলার উদ্যাগ নেওয়া হয়েছে। চারদিন চলবে এই ভ্রাম্যমাণ বইমেলা। জেলার বিভিন্ন জায়গায় বইয়ের গাড়ি ঘুরে ঘুরে পাঠকদের হাতে বই তুলে দেবে। এতে সবাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবেন, সেই সঙ্গে বই পড়ার আগ্রহ গড়ে উঠবে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516