Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

গ্রামীণফোনের সর্বনাশে বাংলালিংকের পৌষ মাস

আমাদের কণ্ঠ ডেস্ক:
প্রকাশিত: শনিবার, ২৫ ফেরুয়ারী, ২০২৩, ০২:৩২
পৌষ মাস

‘‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’’ জনপ্রিয় বাংলা প্রবাদ এটি। যার অর্থ কারও খারাপ সময়টাই অন্য কারও ভালো সময়। যেমনটা আজ হয়েছে টেলিকমিউনিকেশন্স কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংকের ক্ষেত্রে।  ফাইবার অপটিক্যাল ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টার বেশি সময় নেটওয়ার্ক বিভ্রাটে ছিল দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন। এই বিভ্রাটে সাময়িকভাবে কল করতে অসুবিধা হয়েছে বিপুল সংখ্যক গ্রাহকের।

বিভ্রাটের এই সময়টায় ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার গ্রামীণফোন ব্যবহারকারীরা মোবাইলে নেটওয়ার্ক পাচ্ছিলেন না। ফলে কথা বলার পাশাপাশি ইন্টারনেট সেবাও পাওয়া যাচ্ছিল না।নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বাধাগ্রস্ত হওয়ায় গ্রামীণফোন কতৃপক্ষ তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে সে সময় এক বিবৃতিতে বলে, ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে অসুবিধায় পড়েছেন গ্রাহকরা, সেজন্য গ্রামীণফোন ‘আন্তরিকভাবে দুঃখিত’।

গ্রামীণফোনের সে সময়টাই যেন কাজে লাগাতে চেয়েছে দেশের আরেক বড় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। বাংলালিংক সে সময় তাদের অফিসিয়াল ফেইসবুক পেজে একটি পোস্টার শেয়ার করে লেখে, চলে আসুন বাংলাদেশের নিরবিচ্ছিন্ন FASTEST 4G নেটওয়ার্ক বাংলালিংক-এ আর কানেক্টেড থাকুন সবসময়, সবখানে। এসময় তারা নম্বর পরিবর্তন না করে নেটওয়ার্ক পরিবর্তনের আহ্বান জানায়। 

যদিও পরবর্তী দুই ঘণ্টার মধ্যে গ্রামীণফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট স্বাভাবিক হয়ে যায়। সে বিষয়টিও ফেইসবুক পেজের মাধ্যমে নিশ্চিত করে গ্রামীণফোন কতৃপক্ষ।


 

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516