Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ছাত্রলীগকে সামলাতে কঠোর হতে পারছে না আওয়ামী লীগ

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩, ০৪:৩৪
আওয়ামী লীগ

ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিয়ে উভয়সংকটে পড়েছে আওয়ামী লীগ। সংগঠনটির নেতাদের কর্মকাণ্ডে একদিকে বিব্রত ক্ষমতাসীন দলটি, অন্যদিকে বিরোধী দলের চলমান আন্দোলন ও জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্রলীগের ওপর বড় চাপ দিতেও চাইছে না। এই পরিস্থিতিতে বড় কোনো অঘটন ঘটলে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে সমালোচনা এড়ানোর চেষ্টা করছে। 

আওয়ামী লীগের টানা ১৪ বছরের শাসনের সময়টাতে ছাত্রলীগের একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড খবরের শিরোনাম হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সংগঠনটি যেসব কারণে আলোচনায় এসেছে, এর মধ্যে রয়েছে ছিনতাই, অপহরণ করে মুক্তিপণ আদায়, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, যৌন হয়রানি। এ ধরনের নানা অভিযোগের পরও আওয়ামী লীগ নেতাদের অনেকে মনে করেন, ছাত্রলীগের নেতিবাচক কিছু ঘটনা বেশি প্রচার পাচ্ছে। তবে দলটির কোনো কোনো নেতা মনে করছেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড আওয়ামী লীগকেই সংকটে ফেলছে। 

সর্বশেষ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তির কয়েক দিনের মাথায় ছাত্রলীগের একজন নেত্রী ও তাঁর অনুসারীদের নিষ্ঠুরতার শিকার হন ফুলপরী খাতুন নামের এক সাধারণ শিক্ষার্থী। ঘটনাটি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। গত মঙ্গলবার হাইকোর্ট ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীসহ পাঁচ ছাত্রীকে সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এর বাইরে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অপরাধমূলক নানা কর্মকাণ্ডের কারণে সংবাদমাধ্যমে শিরোনাম হয় ছাত্রলীগ। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নীতিনির্ধারণী সূত্র জানায়, ফুলপরী খাতুনকে নির্যাতনের ঘটনার পর আওয়ামী লীগ থেকে ছাত্রলীগের শীর্ষ নেতাদের কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে খোঁজ নিতে হবে এবং সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই অভিযুক্তের পক্ষে অবস্থান নেওয়া যাবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে হবে। এ ছাড়া নতুন কোনো শাখা বা ইউনিটের কমিটি গঠনের ক্ষেত্রে অধিকতর যাচাই-বাছাই করতে হবে।

তবে এই নির্দেশনা কতটা মেনে চলবে ছাত্রলীগ বা তাদের কতটা মানানো যাবে-এই নিয়ে সন্দিহান আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারাই। দুই সংগঠনের সূত্রগুলো বলছে, নির্বাচন সামনে রেখে মূল দল আওয়ামী লীগ বিভিন্ন অপরাধে বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। যুবলীগসহ অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেসব নেতা ক্যাসিনো-কাণ্ডে আলোচিত হয়েছিলেন, তাঁরা একে একে মাঠে নামছেন। তাঁদের ভোটের আগে রাজনীতিতে পুনর্বাসিত করা হচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্রলীগকে কতটা চাপে রাখা যাবে, বলা মুশকিল।

ছাত্রলীগের বিষয় দেখভালের জন্য কেন্দ্রীয় চারজন নেতাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। তাঁরা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। তাঁরা সময়ে-সময়ে ছাত্রলীগ নেতাদের ডেকে নিয়ে বৈঠক করেন এবং দলের নির্দেশনার কথা জানিয়ে দেন।

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, কীভাবে চললে ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করা যাবে, সে বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রলীগের কোনো নেতার অপকর্মের দায় সংগঠন নেবে না। এ জন্য অভিযোগ পাওয়ার পরই দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, ছাত্রলীগ বড় সংগঠন, অনেক নেতা। ভালো কাজই বেশি হয়। কিন্তু খারাপ খবরটাই বেশি প্রচার হয়।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516