Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

৪ সেকেন্ডে তালা কেটে ৪ মিনিটে চুরি করেন জ্যাক-জামাল জুটি

আমাদের কণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শনিবার, ০৪ মার্চ, ২০২৩, ১২:০৭
জ্যাক-জামাল জুটি

রাজধানীর দুর্ধর্ষ গ্রিল কাটা দুই চোরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। তারা হলেন মো.জাকির হোসেন ওরফে জ্যাক (৪৪) ও মো. নূর জামাল ওরফে জামাল (২৬)। তবে তারা জ্যাক-জামাল নামেই পরিচিত। এসময় তাদের কাছ থেকে চুরির সরঞ্জাম এবং একটি পিকআপ জব্দ করা হয়।

শুক্রবার (৩ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

এ বিষয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, জ্যাক ও জামাল জুটি কয়েক সেকেন্ডের মধ্যে তালা কেটে, কয়েক মিনিটের মধ্যেই দোকান সাবাড় করে চলে যায়। চুরি করাসহ চুরির মালামাল বিক্রির সুবিধার্থে পিকআপ ক্রয় করেন জ্যাক-জামাল এবং সেই পিকআপে ঘুরেঘুরেই তারা চুরি করেন! সাত বছরে রাজধানীজুড়ে দেড় শতাধিক চুরি করেছে এ জুটি। আজ দুপুরে মোহাম্দপুর থানার জাফরাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, গত বছরের ৭ সেপ্টেম্বর মিরপুর বড়বাগ পলিভিটা বেকারি এলাকায় আসাদুজ্জামান নূরের নিউ মিউজিক এশিয়া নামের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনার তদন্তে উঠে আসে জ্যাক-জামাল জুটির নাম। সেই চুরিতে বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি মোবাইল, ১টি ল্যাপটপ, ২০টি মেমোরি কার্ড, ৫০০টি রিচার্জ কার্ডসহ নগদ অর্থ চুরি করেন জ্যাক ও জামাল। দুর্ধর্ষ সেই চুরির দীর্ঘ তদন্ত শেষে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহেল (৩৫) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোহেল জ্যাক-জামালের কাছ থেকে চুরি করা মালামাল ক্রয় করেন।

মিরপুর মডেল থানার ওসি বলেন, দুর্ধর্ষ জ্যাক-জামাল সাত বছরে দেড় শতাধিক চুরি করেছেন। এ চুরির টাকায় পিকআপ ক্রয় করেন জ্যাক। চুরির টাকায় কেনা এ পিকআপে চড়েই চুরি করে বেড়ায় তারা। আগে কয়েক রাতে একটি চুরি করলেও গাড়ি ক্রয় করার পর এক রাতে চারটি চুরি করেন তারা। পরে এ পিকআপ চড়েই চুরির মালামাল বিভিন্ন স্থানে বিক্রি করেন। চুরির টাকায় চুরির জন্য তারা শুধু গাড়িই ক্রয় করেননি, আলাদা আলাদা বাসাও ভাড়া নিয়েছে। সব মালামাল এক সাথে বিক্রি করলে ধরা পড়ার আশঙ্কা থাকে, তাই ওই বাসাকে গুদাম হিসেবে ব্যবহার করে সেখানেই চুরির মালামাল রাখত তারা।

মোহাম্মদ মহসীন বলেন, জ্যাক-জামাল চুরি করতে বের হয় রাত দুইটায়। চুরি করে বাসায় ফেরে ভোর ৬টায়। এ চার ঘণ্টার মধ্যেই তারা সব চুরি করেন। দুইজনের মধ্যে জ্যাক গ্রিল ও তালা কাটেন। গ্রিল কিংবা তালা কাটতে তার সময় লাগে সর্বোচ্চ চার সেকেন্ড। সেগুলো কাটার পর দোকানে ঢুকে মালামাল চুরি করেন জামাল। সব মিলিয়ে তার চুরি করতে সময় লাগে মাত্র চার মিনিট। এক রাতেই তারা কয়েকটি দোকান চুরি করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, এক রাতে তারা সর্বোচ্চ চারটি চুরি করেছেন।

তিনি বলেন, জ্যাক-জামালের মূল টার্গেট ছোট ছোট দোকানগুলো। সাধারণত রাস্তার ওপরে থাকা ছোট ছোট পান-সিগারেটের, মোবাইল রিচার্জের, মুদির দোকানই টার্গেট করেন তারা। কারণ এসব দোকানদার সাধারণত অপেক্ষাকৃত নিম্ন আয়ের হয়। তাই চুরি করলেও তারা মামলা করেন না। এ কারণেই দেড় শতাধিক চুরি করলেও তাদের বিরুদ্ধে মামলা খুবই কম। জ্যাকের বিরুদ্ধে চারটি এবং জামালের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516