Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

রমজান এলেই দাম বাড়ে, প্রতিশ্রুতি রাখে না ব্যবসায়ীরা

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩, ১২:৩১
ব্যবসায়ীরা

রমজান মাসে বাজারে তেল, চিনি, ছোলা, ডাল, খেজুরসহ বেশকিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। প্রতিবছর রমজানের আগে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেন পাইকারি ব্যবসায়ী, আড়ৎদারসহ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। এবারও সরকারি-বেসরকারি বিভিন্ন সভায় তারা এ প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ফলাফল শূন্য। উল্টো ‘স্বভাবসূলভ’প্রতিবারের ন্যায় বাড়িয়ে যাচ্ছে পণ্যের দাম।

রমজানের ইফতারে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ছোলা। এই ছোলার দাম বছরের যেকোনো স্বাভাবিক সময়ে ছিল ৮০ টাকার নিচে। শেষ তিন সপ্তাহে পণ্যটির দাম এখন একশোতে ঠেকেছে। একই অবস্থা বেশ কয়েকমাস চিনি ও তেলের বাজারে। বিশ্ববাজারে দফায় দফায় দাম কমলেও দেশে সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। বরং চিনির ক্ষেত্রে পণ্যটি যেন ‘কালোবাজারে’ লেনদেনের মতো হয়েছে। মানা হচ্ছে না সরকার নির্ধারিত দাম।

এমনকি কৌশলে এরমধ্যে বাজার স্থিতিশীল করার প্রতিশ্রুতিতে মিল মালিকরা গত মাসে (২৬ ফেব্রুয়ারি) রাজস্ব বোর্ড থেকে চিনি আমদানিতে বিভিন্ন শুল্ক প্রত্যাহার করিয়েছে। তবুও বাজারে কমেনি দাম।বাজার ঘুরে দেখা গেছে, সরকার নির্ধারিত দর প্রতিকেজি খোলা চিনি ১০৭ টাকা এবং প্যাকেট চিনি ১১২ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা। এছাড়া প্যাকেটজাত চিনি এখন মনমতো বিক্রি করছেন ব্যবসায়ীরা। কোথাও ১৩০ আবার কোথাও ১৪০ টাকা।

রামপুরার কুমিল্লা জেনারেল স্টোরের বিক্রেতা সাজ্জাদুল করিম বলেন, চিনির দাম নিয়ে কোম্পানি খুচরা বিক্রেতা ও ক্রেতার সঙ্গে দীর্ঘদিন ছিনিমিনি খেলছে। আমাদের সরবরাহ দেয় না। পাইকারি বাজারে সিন্ডিকেট করে বিক্রি হয়। সেখান থেকে আমাদের বেশি দামে কিনে বেচতে হচ্ছে। আগে কোম্পানি দোকানে চিনি দিতো। এখন তারা উধাও হয়ে গেছে। আর পাইকারি ব্যবসায়ীদের কথা, কোম্পানি নির্ধারিত দামে চিনি দেয় না। বরং অনৈতিকভাবে বাড়তি টাকা নিচ্ছে। এ বিষয়ে পাইকারি চিনি ব্যবসায়ী ও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, ভ্যাট কমানোর ঘোষণার পর মিল থেকে চিনির দাম কমেনি। উল্টো বেড়েছে। এখন সরকার নির্ধারিত দাম অনুয়ায়ী ডিলারদের কাছে ১০২ টাকা দরে চিনি দেওয়ার কথা মিলগুলোর। তারা ডিওতে সেটাই লিখছে, কিন্তু আন্ডার ইনভয়েস ১০৫ থেকে ১১০ টাকা পর্যন্ত দাম নিচ্ছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516