Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ডিএনসিসির কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যু

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ০১:১০
সালেক মোল্লাহ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালেক মোল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেয়র মো. আতিকুল ইসলাম। রোববার (১২ মার্চ) দিনগত রাত ১২টায় কাউন্সিলর সালেক মোল্লাহ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সোমবার (১৩ মার্চ) রাতে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।

শোকবার্তায় ডিএনসিসি মেয়র বলেন, কাউন্সিলর সালেক মোল্লাহ অত্যন্ত জনপ্রিয় একজন জনপ্রতিনিধি ছিলেন। তিনি একজন সদাবিনয়ী ও সদালাপী মানুষ ছিলেন। সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে সবসময় মানুষের সেবায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। তিনি কাউন্সিলর হিসেবে তার ওয়ার্ডের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোসহ এলাকার সার্বিক উন্নয়নে বেশ সোচ্চার ছিলেন।  

শোকবার্তায় মেয়র আরও বলেন, সালেক মোল্লাহ একজন সফল কাউন্সিলর হিসেবে সবসময় জনগণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে আমরা ডিএনসিসি পরিবারের একজন সদস্যকে হারালাম। ১৫ নম্বর ওয়ার্ডবাসী একজন সত্যিকারের সেবককে হারালো। এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516