Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

তিনে থেকে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১০:৪২
বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পাওয়ার সুফল হাতেনাতে পেল বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের তিনে থাকা নিশ্চিত করেছে টাইগাররা। আর অভিষেক আসরে সেরার মুকুট পরেছে নিউজিল্যান্ড।  

সুপার লিগকে মূলত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবে ব্যবহার করেছে আইসিসি। চক্রপূরণ হওয়ার পর শীর্ষে থাকা আট দল এবারের ওয়ানডে বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দিয়ে সেই চক্র পূরণ হলো। এই চক্রে মোট ২৪ ম্যাচে ১৬ জয়ে এরইমধ্যে লিগের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। ১৭৫ পয়েন্ট অর্জন করেছে তারা। ১৫ জয় নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড।  

আর আয়ারল্যান্ড সিরিজে তিন ওয়ানডে ম্যাচের দুটিতেই জিতে শীর্ষ তিন নিশ্চিত করেছে বাংলাদেশ। কিন্তু ২৪ ম্যাচে বাংলাদেশের জয়ও ইংলিশদের সমান (১৫)। দুই দলের পয়েন্টও একই (১৫৫)। কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় ইংল্যান্ড আছে দুইয়ে। ১৩৯ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে ভারত। তবে এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতেই তিনে উঠে আসে টাইগাররা। শেষ ম্যাচ জিতে সেই জায়গাটা পাকা করে নিল তারা।  

অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারানো আইরিশরা আটের বাইরে বেরিয়ে গেছে। এখন তাদের জুন ও জুলাইয়ে জিম্বাবুয়েতে বাছাই খেলতে যেতে হবে। আয়ারল্যান্ড ছিটকে যাওয়ায় আটে থেকে সরাসরি ২০২৩ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। শীর্ষে আটের বাকি দলগুলো হলো- পাকিস্তান (৫), অস্ট্রেলিয়া (৬), আফগানিস্তান (৭)।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516