Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

‘দুই ধরনের সবজি কিনতেই টাকা শেষ’

পটুয়াখালী প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২২ মে, ২০২৩, ১১:৫২
সবজি কিনতেই

সারা দেশের মতো পটুয়াখালীতেও প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দব্যের দাম। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে টমেটো, পেঁপে, বরবটি ও ঢেঁড়সহ বিভিন্ন প্রকার সবজি। এ বিষয়ে পরস্পরকে দোষারোপ করছেন ব্যবসায়ীরা। পাইকারি বাজারেই মূল্যবৃদ্ধির কথা বলছেন খুচরা বিক্রেতারা। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় পর্যায়ে সবজির উৎপাদন কম থাকায় চাহিদা বেড়েছে তাই দামও বেড়েছে।

পটুয়াখালী নিউমার্কেটের সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন বলেন, পাইকারি বাজারে দাম অনেক বেশি, এজন্য আমরা যেভাবে মালামাল কিনে থাকি সেই ভাবেই বিক্রি করে থাকি। যখন কম দামে সবজি কিনতে পারি তখন কম দামেই বিক্রি করি। এখানে অল্প লাভ করে তারপর বিক্রয় করা হয়। বাজারে সবকিছুর দাম এমনিতেই বাড়তি রয়েছে। সরেজমিনে জেলার নিউমার্কেট কাচাঁবাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, কাকরোল আকার ভেদে ৬০ থেকে ৮০ টাকায়, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, কচুর ছড়া ৭০ থেকে ৮০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, পটল ৬০ থেকে ৮০ টাকায়, পেঁপে ৫০ থেকে ৬০ টাকায়, দেশি শসা ৫০ থেকে ৬০ টাকায়, হাইব্রিড শসা ৪০ থেকে ৫০ টাকায়, আলু ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

রিকশাচালক ইব্রাহিম বলেন, বাজারে সবজি কিনতে গিয়ে দাম শুনে চমকে গিয়েছি। আগের সপ্তাহে ৪০ টাকা করে কিনে খেয়েছি। এ সপ্তাহে সকল সবজির দাম আরও চড়া। দুই ধরনের সবজি কিনতে টাকা শেষ হয়ে যায়। ১২০ টাকার কাঁচাবাজারে একদিনও চলে না। দিনমজুর শহীদ মিয়া বলেন, বাজারে সবকিছুর দাম বেড়েছে, এর সঙ্গে সঙ্গে সবজির দামও অনেক বাড়তি। আমাদের মত দিনমজুর মানুষদের এখন অনেক কষ্টে দিন কাটছে। বাজার করতে গেলে টাকা শেষ হয়ে যায় কিন্তু বাজারের ব্যাগ ভরে না।

এদিকে জেলার পুরান বাজার, বাঁধঘাট এলাকার কাচাঁ বাজারেও একই চিত্র লক্ষ্য করা গেছে। বাজারে লাউ ৬০ থেকে ৭০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, কাঁচকলা হালি ৪০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা, লাল শাঁক বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ডাটা শাঁক ৪০ ও গাজর ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ব্রয়লার মুরগি ২০০ টাকা, সোনালি মুরগি ৩৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516