Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে, ২০২৫

Facebook Facebook Facebook Facebook

মঞ্জুর হত্যার ৪২ বছর: আইনি ঘুরপাকে আটকা বিচার

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ জুন, ২০২৩, ০১:১১
মঞ্জুর হত্যা

১৯৮১ সালে মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যার পর কেটে গেছে ৪২ বছর। মামলার মূল আসামি তৎকালীন সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদসহ একাধিক আসামির মৃত্যু হয়েছে। তথাপি শেষ হচ্ছে না মামলার বিচার।  নানা আইনি ঘুরপাকে বিলম্বিত হচ্ছে বিচারকাজ। মামলা দায়েরের ২৮ বছরে শেষ হয়েছে সাক্ষ্যগ্রহণ শেষ হলেও আইনি জটিলতা এখনো বাঁধা হয়ে আছে বিচারকাজে। এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য বৃহস্পতিবার (১ জুন) দিন ধার্য রয়েছে। তবে একজন আসামির পক্ষে বিচারকাজ স্থগিত থাকায় এদিন মামলার স্বাভাবিক কার্যক্রম চলা নিয়ে শঙ্কা রয়েছে।

পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী এজলাসে ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনার আদালতে এ মামলার বিচারকাজ চলছে। রাষ্ট্রপক্ষে এ মামলার দায়িত্বে আছেন আইনজীবী আসাদুজ্জামান খান রচি। মামলার সবশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, ‘মঞ্জুর হত্যা মামলা দায়েরের ১৯ বছর পর বিচারিক কাজ শেষে ২০১৪ সালে তা রায়ের পর্যায়ে এসেছিল। সেখান থেকে পুনঃতদন্তের পর দ্বিতীয় দফায় মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষে ৩০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। বিচারিক প্রক্রিয়া অনুযায়ী এখন ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। সেজন্য বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।  

তবে মামলাটি রায়ের পর্যায়ে আসার পথে প্রতিবন্ধকতা এখনো শেষ হয়নি জানিয়ে আসাদুজ্জামান খান রাচি বলেন, ‘এ মামলার অভিযোগ গঠন চ্যালেঞ্জ করে আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শমসের হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট তখন এ আসামির ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেছিলেন। এই স্থগিতাদেশ এবং রুলটি কী পর্যায়ে আছে তা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়েও আজ আদালতে তথ্য আসার কথা। স্থগিতাদেশ না থাকলে আদালত তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন। ’

ঘটনার বিবরণীতে জানা যায়, ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি থাকাকালে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সৈন্যের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। তখন মেজর জেনারেল এম এ মঞ্জুর সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি ছিলেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর পুলিশের হাতে আটক হন জেনারেল মঞ্জুর। পুলিশ হেফাজত থেকে ১ জুন চট্টগ্রাম সেনানিবাসে নেওয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516