Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, শনিবার, ৭ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ওলামা লীগের সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ফাঁস!

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩, ০৩:২০
ওলামা লীগে

ওলামা লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল্লামা আমিরুল ইসলাম ওরফে আমিনুল হকের আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছে। এ নিয়ে দল ও দলের বাইরে চলছে ব্যাপক সমালোচনা। ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে গানের তালে তালে এক তরুণী নৃত্য করছেন। আর সেখানে সোফায় বসে সেই তরুণীর নৃত্য উপভোগ করছেন ওলামা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে দলটির সাধারণ সম্পাদক আমিনুল হক গণমাধ্যমকে বলেন, আমার পরিবারে অন্তত ২৫ জন আলেম আছেন, দুটি মাদরাসা পরিচালনা করি। আমি চকবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ভিডিওটি খেয়াল করে দেখলে বুঝবেন সেখানে একজন বলছে ঠিক আছে, ঠিক আছে। আমাকে ফাঁসানোর জন্য এই ভিডিওটি ছড়িয়ে দেয়া হয়েছে। আমাকে দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

তবে দলটির সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী চ্যানেল 24 অনলাইনকে বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। তার বিরুদ্ধে এরকম অনেক অভিযোগ আছে। তার কারণে আমাদের দলের সুনাম ক্ষুন্ন হয়েছে। তিনি আরও বলেন, আমিনুল হক কোন মাদরাসায় পড়াশোনা করেননি। তার মাদরাসায় পড়শোনা নিয়ে যথেষ্ঠ সন্দেহ আছে।  তিনি জেনারেল লাইনেও তেমন শিক্ষা অর্জন করেনি। এমনকি তিনি দলের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তাকে কেউ চিনতো না। শুনেছি তিনি টাকা দিয়ে পদ কিনে নিয়েছেন।

মাসুম বিল্লাহ নাফিয়ী আরও বলেন, বর্তমান কমিটি সম্পূর্ণ বিতর্কিত। এই কমিটি ওলামা লীগের গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। এ কমিটির শীর্ষ পদে যারা রয়েছে তাদের কাছে ওলামা লীগ নিরাপদ নয়। তাই আমরা কোনভাবেই এই কমিটি মেনে নিতে পারছি না। দলটির এ শীর্ষ নেতা বলেন, অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।

এদিকে আমিনুলকে বাদ দেয়াসহ বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে প্রেস ক্লাবের সামনে শনিবার মানববন্ধন করেছে সংগঠনটির পদ প্রত্যাখ্যান করা নেতাসহ অনেকে। জানা গেছে, এই নেতা প্রায়ই ব্যবসার কাজে বিভিন্ন দেশে ভ্রমণ করেন। এখন পর্যন্ত প্রায় ২০০ বারের অধিক বিদেশ ভ্রমণ করেছেন।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516