Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

ঈদে সাজেকের সব রিসোর্টে ছাড়ের ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৫ জুন, ২০২৩, ০৫:১১
বাণিজ্যমন্ত্রী

মেঘের রাজ্য হিসেবে পরিচিত রাঙামাটির সাজেক ভ্যালি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সাজেক ভ্যালির সব রিসোর্ট ও কটেজের ভাড়া ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে কটেজ মালিক সমিতি। বিষয়টি নিশ্চিত করেছেন কটেজ মালিক সমিতি অব সাজেকের সহসভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয়। তিনি বলেন, বর্ষা মৌসুম উপলক্ষে এবং ঈদের ছুটিতে পরিবার নিয়ে সাজেক ভ্যালি ভ্রমণে উৎসাহ দিতে ঈদের পরদিন থেকে ৩০ জুলাই পর্যন্ত সাজেকের সব রিসোর্ট ও কটেজের ভাড়া ১৫ শতাংশ কম নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আশা করছি, এ সুযোগে প্রচুর পর্যটক সাজেকে বেড়াতে আসবেন।

সাজেকের দার্জিলিং রিসোর্টের মালিক ও সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, ঈদুল ফিতরের পর থেকে সাজেকে পর্যটক কমে গেছে। মৌসুমের এই সময়ে যেখানে পর্যটকে ভরপুর থাকতো, সেখানে এখন ফাঁকা সব রিসোর্ট-কটেজ। ঈদুল আজহা ঘিরে কিছু রুম বুকিং হয়েছে। আশা করছি, ছাড় দেওয়ায় গত দুই মাস যে অচল অবস্থা ছিল, তা কেটে যাবে।

প্রকৃতিপ্রেমীরা বলছেন, সাজেকে বর্ষার সময় পাহাড়ি প্রকৃতি সবুজ হয়ে ওঠে। পাহাড়ের সবুজে ডানা মেলে সাদা-কালো মেঘ। সবুজের বেষ্টনীতে কেবলই বৃষ্টির বড় বড় ফোঁটা দেখা যায়। ভোরে বৃষ্টি হলে মেঘ ঢুকে পড়ে শোবার ঘর পর্যন্ত। সাজেকের মেঘ কখনও ধরা দেয় সমুদ্রের রূপে। সবুজ উপত্যকা, অপার্থিব সূর্যোদয়, জোসনায় ছড়িয়ে পড়া মেঘের দল, আকাশের মেঘের অনেক রঙ মিলিয়ে সাজেক যেন অন্য এক জনপদ। এক জাদুকরি প্রকৃতির রহস্যঘেরা উপত্যকা। সারা দেশে পর্যটকদের পছন্দের নামও সাজেক। পাহাড়ি এই উপত্যকা বাঘাইছড়ি উপজেলায়। যাতায়াত করতে হয় খাগড়াছড়ি শহর হয়ে। বর্ষায় সাজেকের সৌন্দর্য দেখার পরিকল্পনা করতে পারেন যে কেউ।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516