Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

‘সুড়ঙ্গ’-এর রেকর্ড, ৭ দিনে আড়াই কোটি টাকার টিকিট বিক্রি

বিনোদন ডেস্ক:
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ জুলাই, ২০২৩, ০৭:৫৮
‘সুড়ঙ্গ’-এর রেকর্ড

একের পর এক রেকর্ড গড়ছে ‘সুড়ঙ্গ’। থ্রিলার ও রহস্যে ভরা সিনেমাটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সিনেমাটি দেখতে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ভিড় করছেন সিনেমা হলগুলোতে। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। মাত্র সাত দিনে সিনেমাটি টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। এক সপ্তাহে কত টাকার টিকিট বিক্রি করল সিনেমাটি?

ঢালিউড সিনেমা যেন আবার সুদিনে ফিরেছে। সেটা বোঝা যায় ‘সুড়ঙ্গ’ সিনেমার নিয়ে দর্শকদের আগ্রহ দেখে। মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্সে দর্শকদের আলোচনায় আছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। ঈদের দ্বিতীয় দিনে সিনেমাটির টিকিট পাননি অনেকে। তৃতীয় দিন এসে স্টার সিনেপ্লেক্সে শোর সংখ্যার দিক দিয়ে রেকর্ড গড়েছে ছবিটি।

শনিবার থেকে প্রতিদিন স্টার সিনেপ্লেক্সের সাত শাখায় সর্বোচ্চ ৩৩টি শো চলছে। শনিবার দুপুরে ছবিটির পরিচালক ও প্রযোজক দুজনই তাঁদের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছে। সাত দিনে সিনেমাটির আয় নিয়েও ভক্তদের অনেক আগ্রহ ছিল।

সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, ‘মাত্র সাত দিনে সিনেপ্লেক্স থেকে “সুড়ঙ্গ” আড়াই কোটির বেশি টাকার টিকিট বিক্রি করেছে। এটা আমাদের সিনেমার জন্য দারুণ একটি খবর। এর আগে “ঢাকা অ্যাটাক”, “আয়নাবাজি”, “দেবী”র রেকর্ড ভেঙেছিল আমার “পরাণ” সিনেমা। এবার নিজের সিনেমার রেকর্ড ভেঙে দিল “সুড়ঙ্গ”। এর আগে বাংলা কোনো সিনেমার এমন রেকর্ড নেই। এ জন্য আমরা দর্শকদের কাছে কৃতজ্ঞতা জানাই।’ ছবিটির সহপ্রযোজনা প্রতিষ্ঠান চরকির পক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে।

এই সময় রাফি সিনেমার দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমাদের দর্শকেরা পারেন বাংলা সিনেমার দিন বদল করতে। সেটা তাঁরা “সুড়ঙ্গ” দিয়ে প্রমাণ করেছেন। দর্শক আবার হলে ফিরেছেন। বাংলা সিনেমা দেখছেন। সিনেমার টিকিট পাচ্ছেন না—এগুলো আমাদের ঢালিউডের জন্য আশার কথা। এ জন্য সব কৃতজ্ঞতা দর্শকদের। “সুড়ঙ্গ” ইতিহাসের দিকে যাচ্ছে।’

চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় সিনেমাটি মুক্তির আগেই নিজস্ব ব্যবস্থাপনায় আফরান নিশোর ভক্তরা নিশোর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ‘স্বাধীনতা কমপ্লেক্স মিলনায়তন’ ভাড়া করে অস্থায়ী সিনেমা হল প্রস্তুত করছেন। এ ছাড়া কিছু সিনেমা হল কর্তৃপক্ষ গভীর রাতে সিনেমাটির শো চালিয়েছে। এ ছাড়া দেশের যেসব স্থানে সিনেমা হল নেই, তারাও সিনেমাটি দেখার জন্য ফেসবুক গ্রুপগুলোতে মন্তব্য করে আগ্রহ দেখিয়েছেন। এই আগ্রহ দিন দিন বাড়ছে।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516