Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে, ২০২৫

Facebook Facebook Facebook Facebook

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হচ্ছেন ৬ শিক্ষক

আমাদেরকণ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ০৩:০০
ইমেরিটাস অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষক। ছয় শিক্ষক হলেন—ইংরেজি বিভাগের সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের হাশেম খান।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় অনুমোদিত হওয়ার পর এই ছয় অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল গতকাল বৃহস্পতিবার রাতে বলেন, ছয় অবসরপ্রাপ্ত শিক্ষককে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দেওয়ার বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে (শিক্ষা পরিষদ) অনুমোদিত হয়েছে। এখন সিন্ডিকেটে অনুমোদিত হলে বিষয়টি চূড়ান্ত হবে। এরপর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা (৬৫ বছর) শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়ার রীতি আছে।

ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকেরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। গত তিন দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষক এই মর্যাদা পেয়েছেন। তাঁরা হলেন—আবদুল জব্বার, সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, সুলতানা সারওয়াত আরা জামান, নাজমা চৌধুরী, আবদুল মতিন ও এ কে আজাদ চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পেতে যাওয়া সৈয়দ মনজুরুল ইসলাম একজন লেখক, চিন্তক ও কথাসাহিত্যিক। খন্দকার বজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সিনেট ও সিন্ডিকেট সদস্য। তিনি বর্তমানে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির চেয়ারম্যান। আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। নজরুল ইসলাম একজন শিক্ষাবিদ, ভূগোলবিদ, নগর বিশেষজ্ঞ ও লেখক। রফিকুন নবী একজন খ্যাতিমান চিত্রকর ও কার্টুনিস্ট। হাশেম খান খ্যাতিমান চিত্রশিল্পী।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516