Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে, ২০২৪

Facebook Facebook Facebook Facebook

মামলায় আটকে ৩২ হাজার শিক্ষক নিয়োগ

আমাদেরকণ্ঠ ডেস্ক :
প্রকাশিত: মঙ্গলবার, ০৮ আগষ্ট, ২০২৩, ০৮:১০
 শিক্ষক নিয়োগ

সুপারিশবঞ্চিত এক প্রার্থীর মামলার কারণে আটকে গেছে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩২ হাজার শিক্ষকের নিয়োগ। মামলা নিষ্পত্তি না হওয়ায় নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।নিয়োগের জন্য প্রাথমিক সুপারিশ করে গত ১২ মার্চ চতুর্থ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছিল।

এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান গতকাল সোমবার বলেন, মামলাসংক্রান্ত জটিলতার কারণে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পাওয়া প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা যাচ্ছে না। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটরের মতামত চাওয়া হয়েছে। তাঁরা দ্রুত এই সমস্যার সমাধান করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করার চেষ্টা করছেন।

এনটিআরসিএ সূত্র জানায়, চতুর্থ গণবিজ্ঞপ্তির ফলে ৩২ হাজার ৪৩৮ প্রার্থীকে নির্বাচন করা হয়। পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় চূড়ান্ত নিয়োগের সুপারিশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়ার পরিকল্পনা ছিল এনটিআরসিএর। এর আগে তৃতীয় গণনিয়োগ বিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলা অবস্থায় চূড়ান্ত নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রায় ২৮ হাজার প্রার্থীর ভিআর ফরম সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে কিছু ভিআর ফরম শিক্ষা মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। ভুল থাকায় ৯৩০ প্রার্থীর ভিআর ফরম ফেরত পাঠানো হয়েছে। বাকিগুলো যাচাই-বাছাই চলছে। কিন্তু মামলাসংক্রান্ত জটিলতায় নিয়োগ কার্যক্রম আটকে গেছে।

এর আগে ৫৪ হাজার ৩০৪টি শূন্য পদ পূরণে ২০২১ সালের ৩০ মার্চ তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এর ফল প্রকাশিত হয় গত বছরের ১৫ জুলাই। সেখান থেকে ৩৪ হাজার ৭৩ জন শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516