Amader Kantho- Bangla Online News Portal and Bangladeshi online news source for Game, Binodon, politics, national, international, lifestyle, sports, and many more factors.

ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে, ২০২৫

Facebook Facebook Facebook Facebook

বিষপানে ঢাবির প্রাক্তন ছাত্রীর মৃত্যু

আমাদেরকণ্ঠ ডেস্ক :
প্রকাশিত: রবিবার, ২০ আগষ্ট, ২০২৩, ০১০:৪২
বিষপানে

রাজধানীর লালবাগ থানার আজিমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থী ঋতু কর্মকার (২৬) মারা গেছেন। গত শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঋতু কর্মকারের ছোট ভাই বিজয় কর্মকার বলেন, আমার বোন ২০১৫-১৬ সেশনে ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলেন। তিনি আজিমপুরে একটি বাসায় ভাড়া থাকতেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বিষ জাতীয় কিছু খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পাকস্থলী ওয়াশ দিয়ে ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। এরপর রাত সাড়ে ৩টার দিকে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।তিনি আরও বলেন, আজিমপুরের বাসায় থেকে তিনি চাকরির চেষ্টা করছিলেন। আমার বোন কী কারণে বিষ পান করেছিলেন সেটার কারণ জানতে পারেনি। আমাদের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার আড়ানি এলাকায়। আমাদের বাবার নাম নিপেন কর্মকার। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি লালবাগ থানাকে জানিয়েছি।

বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক: মো. জিয়াউল হক
চেয়ারম্যান: মিসেস নাজমা হক
ঠিকানা: শাঁহ আলী টাওয়ার (৩য় তলা)
৩৩, কাওরান বাজার, ঢাকা-১২১৫ ।

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি ।
©২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত । আমাদেরকণ্ঠ২৪ ডট কম, জিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ।
কপিরাইট রেজিস্ট্রেশন নাম্বার CRW-24516